হরিদেবপুর হোমে নাবালিকাদের নির্যাতন, ধৃত রাঁধুনি-সহ ৩

Must read

কলকাতার হরিদেবপুরের (Haridevpur Case) হোমে দৃষ্টিহীন নাবালিকাদের নির্যাতনকাণ্ডে গ্রেফতার হোমের রাঁধুনিকেও। ধৃতের নাম বাবলু কুণ্ডু। বৃহস্পতিবার রাতভর তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার সকালে গ্রেফতার করে পুলিশ। হোমে নাবালিকাদের নির্যাতনের ঘটণায় মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩।

আরও পড়ুন- বাংলার মানুষ মত জানালো, শীঘ্রই গোটা দেশও তার পছন্দ জানাবে: ধূপগুড়িতে তৃণমূলের জয়ে বললেন মুখ্যমন্ত্রী

নাবালিকাদের নির্যাতনের অভিযোগে আগামিকাল রাতেই গ্রেফতার করা হয়েছিল হোমের অধ্যক্ষ এবং সেক্রেটারিকে। ধৃত সেক্রেটারি তথা হোমের প্রতিষ্ঠাতার নাম জীবেশ দত্ত। তবে অধ্যক্ষ মহিলা হওয়ায় তাঁর নাম প্রকাশ করেনি পুলিশ। হরিদেবপুরের (Haridevpur Case) এই হোমে মূলত দৃষ্টিহীনরা থাকে। থাকার ব্যবস্থার পাশাপাশি শিক্ষাদানের ব্যবস্থাও রয়েছে এই হোমে। হোমেরই একাধিক নাবালিকাকে নির্যাতনের অভিযোগ ওঠার পর শোরগোল পড়ে গিয়েছে। পুলিশের কাছে ধর্ষণ এবং শ্লীলতাহানির অভিযোগ জানায় হোমেরই দুই নাবালিকা। পুলিশের কাছে যে এফআইআর করা হয়েছিল, সেখানে হোমের অধ্যক্ষ, সেক্রেটারি এবং রাঁধুনির নাম রয়েছে। দু’জনকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। এ বার রাঁধুনিকে গ্রেফতার করা হল। ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। পুলিশ সূত্রে খবর, হোমের দু’টি ঘর থেকে মোট ৪০ জনকে অন্যত্র সরানো হয়েছে। তাদের মধ্যে একটি ঘর থেকে ৩২ জনকে, অন্য ঘর থেকে আট কিশোরীকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। হরিদেবপুরের এই হোম শুধু নাবালিকা নয়, ৩৮ জন দৃষ্টিহীন বালকেরও ঠিকানা। এখানে মূলত ঝাড়খণ্ড, গিরিডি থেকে বাচ্চারা আসে।

Latest article