নবরূপে সেজে উঠল টাউন হল

বিভিন্ন মহল থেকে সংস্কারের দাবি ওঠে। টাউন হলের দেখাশোনার দায়িত্বে থাকা ইংরেজবাজার পুরসভার উদ্যোগে অবশেষে সংস্কার হল

Must read

সংবাদদাতা, মালদহ : রাজ্য সরকারের উদ্যোগে ও ইংরেজবাজার পুরসভার ব্যবস্থাপনায় নবরূপে সাজ্জিত হল মালদহ টাউন হল। দেওয়ালে জেলার সংস্কৃতি, জেলার ইতিহাস। অত্যাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সাউন্ড সিস্টেম, সম্পূর্ণটাই বাতানুকূল। একেবারে নবরূপে সাজল মালদহ টাউন হল। ইংরেজবাজার পুরসভার উদ্যোগে সংস্কার করা হল ব্রিটিশ আমলে তৈরি এই প্রেক্ষাগৃহ।

আরও পড়ুন-সাগরদিঘি উপনির্বাচন: ময়নাতদন্ত করেই পরবর্তী পদক্ষেপ

এই টাউন হলের উদ্বোধনে ছিলেন মালদহ জেলাশাসক নীতিন সিংহানিয়া, সভাধিপতি এ টি এম রফিকুল হোসেন, ইংরেজবাজার পুরপ্রধান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি ও সমস্ত কাউন্সিলর। সংস্কারের অভাবে দীর্ঘদিন বেহাল অবস্থায় ছিল এই মালদহ টাউন হল। বিভিন্ন মহল থেকে সংস্কারের দাবি ওঠে। টাউন হলের দেখাশোনার দায়িত্বে থাকা ইংরেজবাজার পুরসভার উদ্যোগে অবশেষে সংস্কার হল। মালদহ টাউন হল নামে পরিচিত হলেও এই প্রেক্ষাগৃহের নাম বিপিনবিহারী ঘোষ টাউন হল। বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী শহরের বৃন্দাবনী ময়দানের পূর্ব প্রান্তে অবস্থিত অন্তত ৯০ বছরের পুরনো এই প্রেক্ষাগৃহ।

Latest article