অবসাদে অপমৃত্যু রুখতে তৃণমূল ছাত্র পরিষদ

Must read

প্রতিবেদন : অবসাদ এবং তার থেকে নিজের প্রতি চূড়ান্ত উদাসীনতা, আর সেখান থেকে মৃত্যু। এই পরিণতি ক্রমশই গ্রাস করছে যুবসমাজকে। অন্যদিকে গতির নেশা কেড়ে নিচ্ছে একের পর এক তরতাজা প্রাণ। এভাবেই কিছুদিন আগে হারিয়ে গেছে সৌরভ, সৌম্য ও মৌমিতার মতো তিন-তিনটে সম্ভাবনা। এর থেকে মুক্তির উপায় খুঁজতেই শুক্রবার নৈহাটির ঐকতান প্রেক্ষাগৃহে এক আলোচনাসভার আয়োজন করেছিল নৈহাটি বিধানসভা তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ও নৈহাটি বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদ। অনুষ্ঠানে হাজির ছিলেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, নৈহাটি পুরসভার প্রশাসক অশোক চট্টোপাধ্যায়, নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সনৎ দে- সহ স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে হাজির ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও চিকিৎসকরা। জীবনে হতাশাজনিত পরিস্থিতি এলে কীভাবে তার মোকাবিলা করতে হবে তা নিয়ে আলোচনা করেন বক্তারা। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল পশ্চিমবঙ্গ তৃণমূল (Trinamool Congress) ছাত্র পরিষদ।

Latest article