আমায় ১০০ দিন সময় দিন তৃণমূল কংগ্রেস ঠিকাদার মুক্ত হবে, হলদিয়া পুরভোটে ঠিকাদার ও দলবদলুরা টিকিট পাবে নাঃ অভিষেক বন্দোপাধ্যায়

দলে থেকে ঠিকাদারি করা যাবে না। হয় দল করুন অথবা ঠিকাদারি করুন দুটো একসঙ্গে করা যাবে না, স্পষ্ট বক্তব্য তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের।

Must read

দলে থেকে ঠিকাদারি করা যাবে না। হয় দল করুন অথবা ঠিকাদারি করুন দুটো একসঙ্গে করা যাবে না, স্পষ্ট বক্তব্য তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের। শনিবার হলদিয়ার রানিচকের সংহতি ময়দানে প্রচন্ড ভিড়ে ঠাসা প্রকাশ্য শ্রমিক সমাবেশে শ্রমিকদের থেকেই তিনি ১০০ দিন সময় চেয়ে নিলেন দলকে ঠিকাদার মুক্ত করতে। অভিষেকের স্পষ্ট হুশিয়ারি, আাগামী ৩ মাস খুব বেশি হলে ১০০ দিনের মধ্যে হলদিয়া শিল্পাঞ্চলে দলকে ঠিকাদার মুক্ত করবেন। শুধু হলদিয়াতেই নয় গোটা রাজ্যেই দলের জন্য এই নীতি প্রযোজ্য। অভিষেকের কথায়, আপনারা ১০ বছর অপেক্ষা করেছেন, আর ১০০টা দিন ধৈর্য রাখুন। তৃণমূল কংগ্রেস কথা দিলে কথা রাখে। আমায় ১০০ টা দিন সময় দিন। শ্রমিকদের দাবী দাওয়া আদায়ের জন্য যে সি ও ডি ( চাটার্ড অফ ডিমান্ড) তৈরি হবে সেই কমিটিতেও কোনও ঠিকাদার থাকবেন না। এখন থেকে একমিটিতে ইউনিয়ন লিডার, জেলাশাসক ছাড়াও থাকবে শ্রমিক প্রতিনিধি। অভিষেক বন্দোপাধ্যায়ের কড়া নির্দেশ প্রত্যেক কমিটিতে ২০% করে শ্রমিক থাকবেন নিজেদের দাবীর বিষয়ে যথাযথ পেশ করার জন্য।

আরও পড়ুন-হলদিয়ার শ্রমিক সমাবেশ থেকে কী বললেন অভিষেক? দেখে নিন একনজরে

এদিন অভিষেক বন্দোপাধ্যায় ছিলেন কার্যত বিস্ফোরক মুডে। তাঁর বক্তব্যের পর থেকে উঠে আসে শ্রমিক বঞ্চনার কথা। শুধু হলদিয়া শিল্পাঞ্চল নয় গোটা রাজ্য জুড়ে কল কারখানা বা অন্যান্য জায়গায় ঠিকাদারদের বাড়বাড়ন্ত নিয়ে দল যে অত্যন্ত বিরক্ত পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন। শ্রমিকদের ন্যায্য পাওনা, ওভার টাইম, স্থানীয় ছেলেদের অগ্রাধিকার দেওয়া সহ শ্রমিক স্বার্থে ইউনিয়ন লিডারদের সোচ্চার হতে নির্দেশ দিয়েছেন তিনি। আগামী ১ জুন থেকেই এই পরিস্থিতির বদল ঘটাতে হবে। স্পষ্ট নির্দেশ অভিষেকের।

আরও পড়ুন-শিশুরা সংক্রমিত টম্যাটোপক্সে, মাঙ্কিপক্সের বিপদ রুখতে জারি সরকারি নির্দেশিকা

গত ১১ বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় যে শিল্প বান্ধব পরিবেশ তৈরি হয়েছে তা অক্ষুন্ন রাখতে হবে। একই সঙ্গে শ্রমিকদের স্বার্থও দেখতে হবে এ কথা বলে অভিষেক বন্দোপাধ্যায় বলেন, সামনেই হলদিয়া পুরসভার ২৯ টি ওয়ার্ডে ভোট, কোনও ঠিকদার ভোটে দলের টিকিট পাবে না। এমনকি যারা দলবদলু তাদেরও টিকিট দেবে না দল। অভিষেকের কথায়, যারা ২০২১ এর নির্বাচনের আগে পাঁচিলের ওপরে বসেছিলেন তৃণমূল কংগ্রেস জেতার পর আবার তৃণমূল কংগ্রেসে ভীড়েছেন তাদেরও প্রার্থী করা হবে না।

আরও পড়ুন–বাংলার বাণিজ্যে বাংলার মেয়ে

এদিন নাম না করে লোডশেডিং অধিকারীকে কার্যত ধুইয়ে দিয়েছেন অভিষেক। পূর্ব মেদিনীপুর জেলায়, হলদিয়া শিল্পাঞ্চলে তৃণমূল কংগ্রেসের নাম করে শিশিরবাবুছেলেটা যে লুঠ চালিয়েছে সে কথা বলেছেন। শ্রমিককে তার ন্যায্য পাওনা পায়নি। ঠিকাদারদের বাড়বাড়ন্তে তারা বঞ্চিত হয়েছে। আর সে নিজে কোটি কোটি টাকা লুট করেছে। তাঁর কথায়, নিজেকে বলেছে অকৃতদার, আমি বলব আসলে অকৃতজ্ঞ।এরপরেই তাঁর সংযোজন, যারা তৃণমূল কংগ্রেসের ভোট নিয়ে শ্রমিকদের ভালোবাসা নিয়ে এই জেলার আবেগ নিয়ে দিল্লির কাছে বন্দক রেখেছে ২০২৪ এ তাদের জবাব দিতে হবে। তাদেরকে ক্ষমা নয়।

আরও পড়ুন–ফুটবল রাজপুত্রের স্মৃতিতে তৈরি আস্ত বিমান

এদিন অভিষেক বন্দোপাধ্যায় প্রতি বছর এই শ্রমিক সম্মেলন করার কথা বলেন। আর তিনিও যে আসবেনসে কথাও জানান।

Latest article