ধূপগুড়ি উপনির্বাচন: চতুর্থ রাউন্ডে বিজেপিকে টেক্কা তৃণমূল কংগ্রেসের, চলছে গনণা

Must read

চতুর্থ রাউন্ডের (Dhupguri by-election Result) শেষে বিজেপিকে টপকে এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস। কয়েক হাজার ভোটে এগিয়ে রয়েছে ঘাসফুল শিবির। চতুর্থ রাউন্ডে তৃণমূলের প্রাপ্ত ভোট- ৩৯হাজার ১৬০। শুক্রবার সকালে নির্দিষ্ট সময়েই শুরু হয় ভোটগণনা৷ গোটা বিষয়টি পরিদর্শনের জন্য গণনাকেন্দ্রে উপস্থিত রয়েছেন জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক মৌমিতা গোদারা বসু।

আজ ধূপগুড়ি-সহ দেশে ৭ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা হবে। চলছে গনণা (Dhupguri by-election Result) পর্ব। ২০১১ সালে ৪ হাজারের সামান্য বেশি ভোটে জয়ী হয় সিপিএম। ২০১৬ সালে ১৬ হাজার ভোটে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। ২০২১-এ বিজেপি জেতে ৪,৩৫৫ ভোটে। ২০২১-এর বিধানসভা ভোটে ধূপগুড়িতে জয়ী হন বিজেপির বিষ্ণুপদ রায়। হারিয়ে দেন তৃণমূলের মিতালি রায়কে। বিজেপি বিধায়ক বিষ্ণুপদের মৃত্যুর কারণেই ধূপগুড়িতে উপনির্বাচন হয়।

আরও পড়ুন- জেএনইউতে প্রতিবন্ধী ছাত্রকে মারল এবিভিপি

Latest article