লোকসভা ভোটের আগে জোর ধাক্কা বিজেপির, ধূপগুড়ি কেন্দ্রে জনতা চাইল তৃণমূলকেই  

Must read

লোকসভা নির্বাচনের আগে জোর ধাক্কা বিজেপির। ধূপগুড়ি কেন্দ্রে উপনির্বাচনে হল তৃণমূল কংগ্রেসেরই (Dhupguri By poll- TMC)। বিজেপিকে রীতিমতো ফুঁৎকারে উড়িয়ে দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়। ধূপগুড়ি উপনির্বাচনে ৪হাজার ৩০৯ ভোটে জয়ী নির্মল চন্দ্র রায়। পদ্ম শিবিরের তাপসী রায়কে হারালেন শাসকদলের প্রার্থী। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের তৃণমূলের এই জয় নিঃসন্দেহে ঘাসফুলের মনোবল আরও শক্ত করবে।

২০২১ সালে ৪হাজার ভোটের ব্যবধানে ধূপগুড়ি কেন্দ্রের দখল নিয়েছিল বিজেপি। সেই ৪হাজার ভোটই ফিরিয়ে দিল সাধারণ মানুষ। ২০২৩ সালে ৪হাজার ৩০৯ ভোটে জয়ী হল তৃণমূল। ধূপগুড়িতে তৃণমূলের জয় প্রসঙ্গে জয়ী প্রার্থী নির্মল চন্দ্র রায় জানালেন, “আমাদের নেত্রীর আশীর্বাদে জয়লাভ করেছি। আত্মবিশ্বাস থেকেই জয়লাভ।“ তৃণমূল কংগ্রেসের মোট প্রাপ্ত ভোট ৯৭,৬১৩। বিজেপির প্রাপ্ত ভোট ৯৩,৩০৪। বাম-কংগ্রেস জোট পেয়েছে ১৩,৭৫৮। জোট করে লড়লেও তারা তৃতীয় হয়েছে। বামেদের জামানত জব্দ হয়েছে।

শুক্রবার সকালে নির্দিষ্ট সময়েই শুরু হয় ধূপগুড়ি উপ নির্বাচনের ভোটগণনা৷ গোটা বিষয়টি পরিদর্শনের জন্য গণনাকেন্দ্রে উপস্থিত জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক মৌমিতা গোদারা বসু।

 

আরও পড়ুন-‘গণহত্যা’ শব্দ আদৌ ব্যবহার করেননি উদয়নিধি, সনাতন-বিতর্কে ছেলের পাশে স্ট্যালিন

Latest article