‘গণহত্যা’ শব্দ আদৌ ব্যবহার করেননি উদয়নিধি, সনাতন-বিতর্কে ছেলের পাশে স্ট্যালিন

Must read

প্রতিবেদন : সনাতন ধর্ম নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে বিজেপি পরিকল্পিত বিতর্ক তৈরি করতে চাইছে বলে সরব হলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন (MK Stalin)। পুত্র তথা রাজ্যের মন্ত্রী ও চিত্রতারকা উদয়নিধির পাশে থেকে স্ট্যালিন বলেন, গণহত্যার কথা বলে চরম মিথ্যাচার করছে বিজেপি। ওদের উদ্দেশ্য হল এই ইস্যুতে লাগাতার মিথ্যা প্রচার করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করা। উদয়নিধি যা বলেননি তাও ওঁর বক্তব্য বলে চালানো হচ্ছে। এই কাজ নিন্দনীয়।
বৃহস্পতিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী (MK Stalin) বলেন, উদয়নিধি সনাতন ধর্মের বৈষম্যমূলক এবং জাতি-বর্ণভেদের নীতি সম্পর্কে নিজের মতামত প্রকাশ করেছেন। কোনও ধর্ম বা বিশ্বাসকে আঘাত করার জন্য কিছু বলেননি। বিজেপির সোশ্যাল মিডিয়া বাহিনী তামিলনাড়ু সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রীর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে মিথ্যাচার করছে। এদিনের বিবৃতিতে ডিএমকে নেতা আরও বলেন, উদয়নিধি তফসিলি জাতি, উপজাতি এবং মহিলাদের প্রতি বৈষম্যের জন্য সনাতন নীতির বিষয়ে তাঁর মতামত প্রকাশ করেছেন। কোনও ধর্ম বা ধর্মীয় বিশ্বাসকে আঘাত করার জন্য নয়। বিজেপি বাহিনী তাদের নিপীড়নমূলক নীতির বিরুদ্ধে তাঁর এই অবস্থান সহ্য করতে পারছে না, তাই বিজেপির সোশ্যাল মিডিয়া বাহিনী উত্তর ভারতের রাজ্যগুলিতে পরিকল্পিতভাবে মিথ্যাচার করছে। অথচ উদয়নিধি ‘গণহত্যা’ শব্দটি ব্যবহারই করেননি!

আরও পড়ুন-জেএনইউতে প্রতিবন্ধী ছাত্রকে মারল এবিভিপি

Latest article