ধূপগুড়িতে জয় তৃণমূলেরই, উন্নয়নের রাজনীতি গ্রহণ করার জন্য ধন্যবাদ জানালেন অভিষেক

Must read

বিধানসভা উপনির্বাচনের ধূপগুড়ি কেন্দ্রে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকেই বেছে নিল। আর হার হল ভারতীয় জনতা পার্টির। ৪হাজার ৩০৯ ভোটে জয়ী হল শাসকদলের প্রার্থী নির্মল চন্দ্র রায়। এই জয়ে খুশি তিনি। নির্মল জানালেন, “আমাদের নেত্রীর আশীর্বাদে জয়লাভ করেছি। আত্মবিশ্বাস থেকেই জয়লাভ।“ এই জয়ে উচ্ছ্বসিত তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

নিজের এক্স হ্যান্ডেলে ধূপগুড়িবাসীকে ধন্যবাদ জানিয়ে অভিষেক (Abhishek Banerjee) লিখেছেন, “ঘৃণা ও ধর্মান্ধতার বদলে উন্নয়নের রাজনীতি গ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। জনগণের সঙ্গে সংযোগ স্থাপনে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য প্রত্যেক তৃণমূল কংগ্রেস কর্মীকে স্যালুট। আমরা ধূপগুড়ির সর্বাত্মক উন্নয়ন নিশ্চিত করতে কোনও ত্রুটি না রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।“

উল্লেখ্য, বিজেপি বিধায়কের বিষ্ণুপদ রায়ের মৃত্যুতে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়। ৫ সেপ্টেম্বর, হয় উপনির্বাচন। ৩ দিনের মাথায় আজ, শুক্রবার ফল ঘোষণা হল।  ধূপগুড়ি কেন্দ্রে মোট ভোটার ২লক্ষ ৬৯হাজার ৪১৬ জন।

আরও পড়ুন- লোকসভা ভোটের আগে জোর ধাক্কা বিজেপির, ধূপগুড়ি কেন্দ্রে জনতা চাইল তৃণমূলকেই  

Latest article