প্রতিহিংসা ও বঞ্চনা প্রতিবাদে আজ পথে মহিলা তৃণমূল

Must read

প্রতিবেদন : কেন্দ্রের বঞ্চনা। রাজনৈতিক প্রতিহিংসা-সহ এক গুচ্ছ ইস্যুতে আজ মঙ্গলবার আবারও রাস্তায় নামছে মহিলা তৃণমূল কংগ্রেস ( trinamool congress women’s wing)। কলকাতা উত্তর ও দক্ষিণে মিছিল ছাড়াও গোটা রাজ্য জুড়ে প্রতিটি জেলায় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত ৮ ঘণ্টার ধরনায় বসবে মহিলা তৃণমূল কংগ্রেস ( trinamool congress women’s wing)। কেন্দ্রের প্রতিহিংসার রাজনীতি ও গায়ের জোরে বাংলার পাওনা আটকে রাখার প্রতিবাদে রেড রোডে টানা ৩২ ঘণ্টার ধরনায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে মহিলা তৃণমূল কংগ্রেস মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় বসে। এই আন্দোলন এবার আরও ঝাঁঝালো হতে চলেছে। আজ বিকেল ৪টে মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলের নেতৃত্ব দেবেন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। থাকবেন উত্তর কলকাতার কাউন্সিলররাও। ওই একই সময়ে দক্ষিণ কলকাতার গড়িয়াহাট থেকে রাসবিহারী মোড় পর্যন্ত মিছিলে নেতৃত্ব দবেন সাংসদ মালা রায়। এই মিছিলে হাঁটবেন দক্ষিণ কলকাতার কাউন্সিলর ও মহিলা তৃণমূল কংগ্রেসের সব সাংগঠনিক পদাধিকারী সহ প্রচুর মহিলা তৃণমূল কর্মী-সমর্থকেরা।

আরও পড়ুন- আজ দক্ষিণ ২৪ পরগনায় নবজোয়ার

Latest article