অশ্বিন কেন বাদ, প্রশ্ন এবার শচীনের

Must read

মুম্বই, ১২ জুন : অস্ট্রেলিয়া দলে পাঁচজন বাঁহাতি ব্যাটার থাকা সত্ত্বেও রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran ashwin) ওভালে খেলায়নি ভারত। যা নিয়ে অনেকেই অবাক হয়েছেন। এই তালিকায় সংযুক্ত হল শচীন তেন্ডুলকারের নামও।
রাহুল দ্রাবিড় অশ্বিনকে (Ravichandran ashwin) না নেওয়ার ব্যাখ্যা দিয়েছেন এই বলে যে, ওভালে খেলা শুরুর দিন আকাশ মেঘলা ছিল। তাই বাড়তি পেসার খেলিয়েছেন। দলে নেওয়া হয় উমেশ যাদবকে। যিনি ম্যাচে কোনও ছাপ ফেলতে পারেননি।। এমনকী তাঁর ফিটনেস নিয়েও প্রশ্ন উঠেছে।
শচীন (Sachin Tendulkar) অবশ্য বলেছেন, একজন স্পিনার দলে আসেন তাঁর দক্ষতার উপর নির্ভর করে। সেখানে কন্ডিশন কোনও বিষয় হতে পারে না। ওভালে অস্ট্রেলিয়ার কাছে টেস্ট ফাইনালে ২০৯ রানে হারের পর শচীন অশ্বিনের বাদ পড়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ভারতের উচিত ছিল আগে ব্যাট করে বড় রান তোলা। সেটা যেমন হয়নি, তেমনই তিনি এটা বুঝতেও ব্যর্থ যে, কোন কারণে অশ্বিনকে প্রথম এগারোয় রাখা হল না। শচীন ট্যুইটে মনে করিয়ে দিয়েছেন যে, অশ্বিন এখন বিশ্বের এক নম্বর টেস্ট বোলার।
এরপর শচীন প্রশ্ন তুলেছেন, অশ্বিনের ক্লাসের একজন স্পিনারকে কেন কন্ডিশনের নিরিখে বাদ দেওয়া হবে? তিনি মনে করিয়ে দেন যে, স্কিলফুল বোলারকে কখনও ঘূর্ণি উইকেটের কথা বলে বিচার করা যায় না! তারা বাতাসে ড্রিফট ও উইকেটের বাউন্সকে কাজে লাগিয়ে সাফল্য আনতে পারে। শচীন এটাও মনে করিয়ে দিয়েছেন যে, অস্ট্রেলিয়া দলে পাঁচজন বাঁহাতি ব্যাটার ছিল। যাদের বিরুদ্ধে অশ্বিনের মতো বোলারকে দরকার ছিল। অশ্বিন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে গত দু’বছরে ১৩টি টেস্ট খেলে ৬১টি উইকেট নিয়েছেন।

আরও পড়ুন- মনোনয়ন প্রক্রিয়ায় আরও কিছু পদক্ষেপ

Latest article