উলুবেড়িয়ায় উড়ে গেল বিজেপি

Must read

সৌমালি বন্দ্যোপাধ্যায়: পুরভোটে উলুবেড়িয়ায় কার্যত নিশ্চিহ্ন হয়ে গেল বিজেপি।বিরাট ব্যবধানে জিতে উলুবেড়িয়া পুরসভা ধরে রাখলো তৃণমূল কংগ্রেস। ৩২ ওয়ার্ডের এই পুরসভায় তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) জয়ী হয়েছে ২৮টিতে। একটি করে ওয়ার্ড জুটেছে বিজেপি, সিপিএম, কংগ্রেস ও নির্দলদের কপালে। একুশের বিধানসভা ভোটে উলুবেড়িয়ার ১৩টি ওয়ার্ডে এগিয়ে ছিল বিজেপি। পুরভোটে সেই জায়গায় মাত্র ১টি ওয়ার্ড ধরে রাখতে পেরেছে তাঁরা। বাকি ১২ ওয়ার্ডেই পর্যদুস্ত বিজেপি। গত পুরভোটে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) দখলে ছিল ২৪টি ওয়ার্ড। ৪টি করে ওয়ার্ড ছিল বিজেপি ও সিপিএমের দখলে। এবার তৃণমূল কংগ্রেস চারটি ওয়ার্ড বেশি জিতে নিজেদের শক্তি আরও বাড়াল। আর সিপিএম ও বিজেপির হাতে থাকল মাত্র একটি করে ওয়ার্ড। জয়ের পর তৃণমূল কংগ্রেসের বিদায়ী পুরবোর্ডের চেয়ারম্যান অভয় দাস বলেন ‘এই জয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়। মানুষ মুখ্যমন্ত্রীর উন্নয়নের প্রতি আস্থা রেখেছেন ফের তা প্রমাণিত।এর ফলে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল। নতুন পুরবোর্ড উলুবেড়িয়ার যানজট ও নিকাশী সমস্যার দ্রুত সমাধান করবে।’ বুধবার গণনা শুরু হতেই একের পর এক তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়ের খবর এসে পৌঁছোতে থাকে। খবর পেতেই সবুজ আবির নিয়ে মেতে ওঠেন কর্মী-সমর্থকরা। হাওড়া জেলা (গ্রামীণ) মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বিধায়ক প্রিয়া পাল, হাওড়া জেলা(গ্রামীণ) যুব তৃণমূল কংগ্রেস সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়ও গণনাকেন্দ্রের বাইরে কর্মী-সমর্থকদের সঙ্গে আবির খেলায় মেতে উঠেন। বিভিন্ন জায়গায় শুরু হয় মিষ্টি বিতরণ। কার্যত অকাল হোলি নেমে আসে গোটা উলুবেড়িয়া জুড়ে।

Latest article