মেদিনীপুরে শুরু বিজেপির রক্তক্ষরণ

Must read

রক্ত ক্ষরণ অব্যাহত। রাজ্যে ক্রমশ প্রান্তিক শক্তিতে পরিণত হচ্ছে বিজেপি।২০১৯ এর লোকসভা ভোট বা তার পরে ২১ এর বিধানসভা, রাজ্যে যেসব জায়গায় ভোটে জিতেছিল বিজেপি সেখানে তাদের জনভিত্তির ছিটেফোঁটাও আজ অবশিষ্ট নেই। যেমন পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের সাতটি পুরসভা ঘাটাল, রামজীবনপুর, ক্ষীরপাই, চন্দ্রকোনা, খড়গপুর, মেদিনীপুর এবং খড়ারে তৃণমূলই (Trinamool Congress) জিতেছে । সবমিলিয়ে ১২০ টি ওয়ার্ডের মধ্যে ৯৭ টিতে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) জিতেছে ৷ বাকিগুলি পেয়েছে বিরোধীরা ৷আগেরবার খড়গপুর পুরসভায় জিতেছিল বিজেপি৷ কিন্তু বোর্ড গড়তে পারেনি ৷ তাছাড়া ২০১৬ সালে খড়গপুর বিধানসভায় প্রথমবার জেতে বিজেপি ৷ মাঝে উপনির্বাচনে ওই আসন হাতছাড়া হলেও ২০২১-এর বিধানসভা ভোটে খড়গপুর পুনর্দখল করে বিজেপি ৷ কিন্তু এবার পুরসভায় মাত্র ৬ আসনে জিতে সন্তুষ্ট থাকতে হল তাদের ৷

Latest article