যোগী রাজ্যে জোর করে ২ সংখ্যালঘু মহিলাকে রঙ, দেশজুড়ে নিন্দার ঝড়

ইতিমধ্যেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে স্পষ্ট দেখা গিয়েছে, একজন বাইকারকে থামাচ্ছে বেশ কয়েকজন যুবক।

Must read

হোলিতে (Holi) যেখানে কলকাতায় প্রকাশ্যে আসে নি কোন অপ্রীতিকর ঘটনা সেখানে ব্যতিক্রম যোগীরাজ্যে। উত্তরপ্রদেশের (UttarPradesh) বিজনোরে দুই মুসলিম তরুণীর ওপরে জোর করে হোলি রঙ দেওয়ার অভিযোগ। ইতিমধ্যেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে স্পষ্ট দেখা গিয়েছে, একজন বাইকারকে থামাচ্ছে বেশ কয়েকজন যুবক। তারপরে আরোহীদের উপর জোরপূর্বক হোলির রঙ দেওয়া হচ্ছে। জানা যায় বিজনোর পুলিশ এই ঘটনায় হয়রানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে একজনকে গ্রেফতার করে। সিসিটিভি ফুটেজ থেকে ঘটনার সঙ্গে জড়িত বাকিদের চিহ্নিত করার কাজ করছে পুলিশ। সেখানে উপস্থিত অন্য তিনজনকে আটক করা হয়েছে ।

আরও পড়ুন-ফের জেল হেফাজতের মেয়াদ বাড়ল কে কবিতার

গত শনিবার বেলার দিকে এক পুরুষ ও দুই নারী ওষুধের দোকানে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। বাইক আরোহীদের আপত্তি সত্ত্বেও অজানা তিন-চারজন লোক তাদের গায়ে হোলির রঙ লাগিয়ে দেয়। যুবকরা বাইক থামাতেই দুই তরুণীর একজন তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। এরপর বাইকচালক যুবককে রঙে রাঙিয়ে দেওয়া হয়। এরপরেই দুই তরুণীর ওপরে বালতি ভরে জল ঢালা হয়। সেই যুবক ‘হরহর মহাদেব’, ‘জয় শ্রী রাম’, ‘হোলি হ্যাঁ’ ধ্বনি তুলতে থাকেন।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রী-অভিষেকের অনুরোধে ২৬ দিন পর ধর্না তুলছে শিখরা

ভাইরাল ভিডিয়োটি শেয়ার করে অভিনেত্রী স্বরা ভাস্কর লেখেন, ‘এটা অপরাধমূলক শারীরিক হেনস্থা। এটা ঠিক নয়। এটা খুবই লজ্জাজনক। হিন্দুদের উৎসবে এই ধরণের আচরণ অবাঞ্ছনীয়। এদের ওপরে তো দেশের সর্বোচ্ছ ক্ষমতাসীন ব্যক্তিদের আশীর্বাদের হাত রয়েছে। কিন্তু এটাই কি আপনাদের মানায়?’ এই পোস্টে তিনি প্রধানমন্ত্রী, যোগী আদিত্যনাথ এবং উত্তরপ্রদেশ পুলিশকে ট্যাগ করেন।

 

Latest article