নতুন দুইয়ে বছর শুরু

দুই চ্যানেলে নতুন দুটি ধারাবাহিক দিয়ে শুরু হল বছর। সেই সঙ্গে শুরু হল জনপ্রিয় দুই নায়কের দ্বৈরথ। একদিকে জি বাংলার 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিকের রণজয় বিষ্ণু, অপরদিকে স্টার জলসায় 'কথা' ধারাবাহিকের সাহেব ভট্টাচার্য। বারো বছর পর ছোটপর্দায় কামব্যাক করছেন সাহেব। কে টেক্কা দেবে কাকে, এখন সেটাই দেখার। লিখছেন শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী।

Must read

গতবছর ছোটপর্দায় (Serials) যেন খরা লেগেছিল। একের পর এক ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছিল মাঝপথেই। টিআরপির লড়াইয়ে টিকতে না পারা ধারাবাহিককে বন্ধ করে দিয়ে তার বদলে শুরু হচ্ছিল নতুন ধারাবাহিক। ভাল গল্পের অভাব যেন চোখে পড়ছিল বারবার। নতুন বছরে সেই খরা কাটিয়ে দুই চ্যানেল নিয়ে এল জবরদস্ত প্লটে তৈরি দুটি ধারাবাহিক। কাস্টিংও যাকে বলে ফাটাফাটি। একদিকে জি বাংলায় শুরু হয়েছে ‍‘কোন গোপনে মন ভেসেছে’ এবং অন্যদিকে স্টার জলসায় ‍‘কথা’। কাজেই এবছর বদনাম ঘুচবে ছোটপর্দার।

কোন গোপনে
মন ভেসেছে
শ্যামলীর গল্প বলবে এই ধারাবাহিক (Serials)। উওরবঙ্গের মেয়ে ছোট্টবেলায় বাবাকে হারিয়েছে। বাঘে টেনে নিয়ে গিয়েছিল তাঁকে। তারপর একটা সময় মাকেও হারায় সে। বাড়ির বড় মেয়ে। যার কাঁধে শুধু দায়িত্বের পাহাড়। ভাইদের বড় করতে গিয়ে আর নিজের কথা আর ভাবা হয়ে ওঠেনি। বিয়ে নিয়ে সে একেবারেই চিন্তিত নয়। খুব ভাল রাঁধে শ্যামলী। উত্তরবঙ্গে তার একটা ছোট্ট হোটেলের খুব নামডাক। এহেন শ্যামলী একদিন ভাইদের গলগ্রহ না হওয়ার সিদ্ধান্ত নিয়ে কষ্টে বাড়ি ছাড়ে। একা পাড়ি দেয় শহরে। আসার সময় অসতর্ক হয়ে ট্রেনে ঘুমিয়ে পড়ায় চুরি যায় ব্যাগ। হারিয়ে যায় তার গন্তব্যের ঠিকানাও। মনে থেকে যায় বাসস্টপ এবং যার সঙ্গে দেখা করবে তার নাম। কলকাতায় পৌঁছে সেই ইতিউতি ঘুরে অনেক কষ্ট করে এসে পৌঁছয় হাতিবাগানে। কিন্তু খোঁজ পায় না যার কাছে আসা সেই ব্যক্তির। একা শহরে বিপদে পড়ে মেয়েটি। খারাপ লোকের পাল্লায় পড়ে। তাকে বিক্রি করতে নিয়ে যাওয়া হয় পতিতাপল্লিতে। কোনওমতে সেখান থেকে পালিয়ে বাঁচতে গিয়েই নাটকীয়ভাবে মুখোমুখি হয় নায়ক অনিকেতের। কিন্তু খুব সহজে ছাড় পায় না সে। বড়পর্দার মতোই হিরোর এন্ট্রিটা বেশ জমজমাট ছিল। পতিতাপল্লির একদল গুন্ডার সঙ্গে অনিকেতের লড়াই বাধে। শ্যামলীকে বাঁচায় সে। কিন্তু এত রাতে যাবে কোথায় শ্যামলী? অনিকেতই বা একটি অসহায় মেয়েকে ছেড়ে যাবে কী করে। অতঃপর শ্যামলীকে নিয়ে পৌঁছে যায় নিজের বাড়ি। এখান থেকেই শুরু, এরপর গড়িয়েছে এপিসোড। দর্শক বেশ উপভোগ করছেন। এ যেন এক সিন্ডারেলার গল্প।
ধারাবাহিকের মুখ্যভূমিকায় রয়েছেন ‍‘যমুনা ঢাকি’ শ্বেতা ভট্টাচার্য। এছাড়া জড়োয়ার ঝুমকো, সিঁদুরখেলা ধারাবাহিকেও মুখ্য ভূমিকায় ছিলেন শ্বেতা। এরপর তাঁকে শেষবার দেখা গিয়েছিল ‍‘সোহাগ জল’-এ। সেখানে তাঁর বিপরীতে ছিলেন অভিনেতা হানি বাফনা। কিন্তু বেশিদিন চলেনি সেই ধারাবাহিক। এরপর ব্যক্তিগত জীবনেও একাধিক সমস্যা আসে তাঁর। সেই সমস্ত কিছুকে কাটিয়ে শ্বেতা আবার নতুনভাবে নতুন রূপে।
অন্যদিকে অভিনেতা রণজয়কে বিষ্ণুকে শেষবার ‍‘গুড্ডি’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। টিআরপি লিস্টে সেভাবে রাজত্ব করতে না পারলেও দর্শকের দরবারে রণজয়-শ্যামৌপ্তি জুটি ছিল বহুলচর্চিত একটি বিষয়। এবার নতুন রূপে, নতুন ধারাবাহিক এবং চ্যানেলে ধরা দিতে চলেছেন রণজয়।

আরও পড়ুন- বিজেপির উস্কানি–প্ররোচনা ইডির তালা ভেঙে তল্লাশি নিয়েও প্রশ্ন

কথা
এই ধারাবাহিকের (Serials) গল্প দুই জগতের দুই মানুষকে নিয়ে। একদিকে গাছপাগল মেয়ে কথাকলি বা ‍‘কথা’। এক্কেবারে ঘরোয়া মেয়ে সে। মামাবাড়িতেই মানুষ। বোটানি নিয়ে পড়াশোনা করছে সে। বাড়িতে বাগান করতে ভালবাসে। গাছপাগল কথা বিয়ের বিষয়ে নৈব নৈব চ। মেয়ের বিয়ে নিয়ে তাই চিন্তায় পরিবার। অন্যদিকে, সম্ভ্রান্ত বনেদি পরিবারের ছেলে অভি বা ভাল নাম অগ্নিভ। পারিবারিক ব্যবসায় আগ্রহ নেই তার। পেশায় সে একজন স্টার শেফ। পুজোর দিন বাড়িতে নয়, কর্মক্ষেত্রেই থাকতে পছন্দ করে। রান্না-পাগল তার প্রতিবাদী মানুষ। যদিও রান্নার বাইরে বাকি কোনওদিকেই তার মন নেই। এই দু’জনের পরিচয় হয় মুখোমুখি টক্করে। সম্পর্কটা শুরু হয় তিক্ততা দিয়েই। যেন সাপ আর নেউলে। সম্পূর্ণ বিপরীত মেরুর দুই মানুষের রসায়ন জমবে কীভাবে সেটাই দেখবে দর্শক নতুন ধারাবাহিক ‍‘কথা’তে। মুখ্যভূমিকায় রয়েছেন সুস্মিতা দে এবং সাহেব ভট্টাচার্য। এতদিন তাঁকে ছোটপর্দায় সঞ্চালনা করতে দেখা গিয়েছে। চুটিয়ে সিনেমা এবং ওয়েব সিরিজ করেছেন তিনি। এবার প্রথমবারের জন্য মেগা সিরিয়ালে পা রাখতে চলেছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য। এমন অনেকেই রয়েছেন যাঁরা ছোটপর্দা থেকে বড়পর্দা বা সিরিজ করেছেন এবং আবারও ছোটপর্দায় কামব্যাক করছেন। ইতিমধ্যেই অর্জুন চক্রবর্তীকে দেখা যাচ্ছে স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে। এবার অভিনেতা সাহেব ভট্টাচার্যর পালা। দীর্ঘ ১২ বছর পর তিনি আবারও ছোট পর্দায় কামব্যাক করলেন এই ধারাবাহিকের মাধ্যমে। এই প্রসঙ্গে সাহেবের কাছে প্রশ্ন রাখলে তিনি বলেন, ‍‘‍‘আমি ছবির জন্য ছোট পর্দা থেকে বিরতি নিয়েছিলাম। এখন আবার মনে হল এটাই সেরা সময় ছোটপর্দায় ফেরার জন্য যাতে বিপুল সংখ্যক মানুষের কাছে আবার পৌঁছতে পারি। আমার কাছে টিভি হচ্ছে বিনোদনের সব থেকে জনপ্রিয় মাধ্যম। আমি যখন এই চরিত্রটি পেলাম কথা ধারাবাহিকের জন্য তখন আর হাতছাড়া করিনি। এই ধারাবাহিকের গল্প এবং চরিত্র দুটোই বড় সুন্দর।
অন্যদিকে অভিনেত্রী সুস্মিতা দে-কে শেষবার ‍‘পঞ্চমী’- ধারাবাহিকে দেখা গিয়েছিল। যা চলেনি খুব ভাল। কিছুটা কাল্পনিক ও রূপকথা মেশানো এই ধারাবাহিক শেষ হয়েছে কয়েকমাস আগেই। তাঁর ‍‘বউমা একঘর’ও ফ্লপ। ‍‘অপরাজিতা অপু’-র পরে তেমন উল্লেখযোগ্য কাজ দেখাতে পারেননি সুস্মিতা। আর এবার তিনি ‍‘কথা’র ভূমিকায় অবতীর্ণ। এই ধারাবাহিকটির প্রোমো লঞ্চের পরেই জল্পনা শুরু হয়েছিল কখন সম্প্রচার হবে। অবশেষে কোপ পড়ল এবার চলতি ধারাবাহিক তুঁতের উপর। তুঁতের জায়গায় একেবারে প্রাইম টাইমে সম্প্রচার শুরু হয়েছে ধারাবাহিকটির (Serials)।

Latest article