তিলজলায় প্রিন্টিং কারখানায় আগুন, মৃত ২

Must read

তিলজলায় (Tiljala- Fire) প্রিন্টিং কারখানায় আগুন। মৃত্যু হল বাবা ও ছেলের। আরেক ছেলে আশঙ্কাজনক অবস্থায় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। আগুন আপাতত নিয়ন্ত্রণে। যদিও পুরোপুরি এখনও নেভেনি। ঘটনাস্থলেই রয়েছে দমকলের ইঞ্জিন।

বৃহস্পতিবার ভোরে তপসিয়া থানা এলাকার একটি প্রিন্টিং কারখানায় আচমকা আগুন (Tiljala- Fire) ধরে যায়। আগুন লাগার সময় কারখানার ভিতরেই ছিলেন তিনজন। আগুনের ফুলকি দেখামাত্রই তা নেভাতে তৎপর হয় স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলেও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন, আগুন নেভানোর কাজ শুরু করে দমকলবাহিনী। স্থানীয় সূত্রে খবর, রাতে দোকানের ভিতরেই ছিলেন বাবা ও তাঁর দুই ছেলে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যে ছোট ছেলেকে উদ্ধার করা হয়। আপাতত ন্যাশনাল মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। তবে অগ্নিদগ্ধ হয়ে মারা যান বাবা ও আরেক ছেলে।

আরও পড়ুন: জারি তাপপ্রবাহের সতর্কতা, দক্ষিণে বইছে লু

পুলিশ সূত্রের খবর, মহম্মদ নাসিম আখতার ও তাঁর বড় ছেলে মহম্মদ আমিরের মৃত্যু হয়েছে। ছোট ছেলে মহম্মদ জসিম হাসপাতালে চিকিৎসাধীন।যদিও আগুন লাগার সময় আখতারের স্ত্রী দোকানে ছিলেন না।
অন্যদিকে খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছে যায় তপসিয়া থানার পুলিশ ও কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীও। কী থেকে এই আগুন লাগার ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি।

Latest article