প্রয়াত মৃণাল সেনের ছবির অভিনেত্রী উত্তরা বাওকর

Must read

৭৯ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মৃণাল সেনের ছবির অভিনেত্রী উত্তরা বাওকর (Uttara Baokar)। পুণের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বুধবার তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হল। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ শিল্পীমহল।

আরও পড়ুন: চিনে মায়ের নামে নালিশ জানাতে সাইকেলে ১৩০ কিমি পাড়ি খুদের

টেলিভিশনে জনপ্রিয় মুখ ছিলেন উত্তরা (Uttara Baokar)। অভিনয় করেছেন একাধিক হিন্দি এবং মরাঠি ছবিতে। তবে টেলিভিশনে আসার আগে দীর্ঘ সময়ে থিয়েটার করেছেন উত্তরা। অধ্যাপনাও করেছেন বেশ কয়েক বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর ছাত্রছাত্রীদের মধ্যেও। শ্যাম বেনেগলের ‘যাত্রা’ এবং গোবিন্দ নিহালনির ‘তামস’ দিয়ে তিনি টেলিভিশনে কেরিয়ার শুরু করেন। রুক্মাবতী কি হাভেলি’, ‘দঘি’, ‘সর্দারি বেগম’, ‘বাস্তুপুরুষ’ ‘আজা নাচলে’, ‘ডর’ প্রভৃতি ছবিতে উত্তরার অভিনয় তাঁকে বিশেষ ভাবে জনপ্রিয় করেছিল। তবে মৃণাল সেনের ছবি ‘একদিন আচনক’-এ সেরা পার্শ্বচরিত্রের অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন উত্তরা। সে ছবিতে অধ্যাপকের স্ত্রীর চরিত্রে দর্শকের মন জয় করেছিলেন উত্তরা। ১৯৮৪ সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমির তরফেও বিশেষ সম্মান পেয়েছিলেন তিনি। ন্যাশনাল স্কুল অফ ড্রামার কৃতী ছাত্রী ছিলেন। সেখানেই পরবর্তী সময়ে অধ্যাপক হিসাবে যোগদান করেন তিনি। পাশাপাশি একাধিক জনপ্রিয় টেলিভিশনের অনুষ্ঠানেও অভিনয় করেছিলেন উত্তরা। সেই তালিকায় রয়েছে, ‘উড়ান’, ‘অন্তরাল’, ‘রিশতে কোরা কাগজ’, ‘জসসি জ্যায়সি কোই ন্যাহি’ প্রভৃতি ধারাবাহিক।তবে ক্যানসারে কেঁড়ে নিল অভিনেত্রীর জীবন।

Latest article