কোভিড গ্রাফ ঊর্ধমুখী, দেশের দৈনিক সংক্রমণ দশ হাজার পেরোল

Must read

দেশের (India) করোনার (Covid) দৈনিক সংক্রমণ একধাক্কায় ১০ হাজারের গণ্ডি পেরোল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১০,১৫৮ জন। যা গত ছ’মাসের মধ্যে সর্বোচ্চ। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৪৫ হাজার ছুঁইছুঁই। তবে, এখনও হেলদোল নেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যর। তাঁর বক্তব্য, নিয়ন্ত্রণেই রয়েছে দেশের কোভিড পরিস্থিতি।

আরও পড়ুন: তালিকা প্রকাশের পর বিজেপি ছাড়ার হিড়িক

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, বুধবার দেশে কোভিডে (Covid) আক্রান্ত হয়েছিলেন ৭৮৩০ জন। তবে বৃহস্পতিবারের পরিসংখ্যান বলছে, এক ধাক্কায় তা বেড়ে ১০ হাজারের গণ্ডি পেরিয়েছে। সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় আবার চিন্তার বাড়ছে সাধারণ মানুষেরও।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যর বক্তব্য কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। আতঙ্কিত হওয়ারও কোন কারণ নেই। দেশজুড়ে আগামী আট থেকে দশ দিনে ধাপে ধাপে সংক্রমণ বাড়লেও তার পর থেকে তা আবার কমতে শুরু করবে।

Latest article