বাংলা (West Bengal) জুড়ে আজ সবুজ ঝড় (TMC) । যদিও তার মাঝে রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসা। ভোটের দিনের মতো অতটা গুরুতর না হলেও গণনার দিনও বোমাবাজির ঘটনা ঘটেছে।
এই অবস্থায় আজ কোচবিহার জেলার তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের ধলপল ১ গ্রাম পঞ্চায়েতের ভূর্কুষ এলাকায় কেন্দ্রীয় বাহিনীর (central force) মারে গুরুতর জখম হয়ে হাসপাতালে দুই তৃণমূল কর্মী। গুরুতর জখম দুই তৃণমূল কর্মীর নাম শ্যামল দাস ও সোহেল রহমান। ধলপল ১ নং অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি প্রদীপ দাস এই বিষয়ে বলেন, তাঁর ভাই শ্যামল দাস ও সোহেল রহমান মোটরসাইকেল করে বাজারে আসছিলেন। সেই সময় তাদের উপর হঠাৎ লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। দুই তৃণমূল কর্মী আপাতত তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন-প্রয়াত নিত্যানন্দ হেমব্রম, শোকবার্তা মুখ্যমন্ত্রীর
প্রসঙ্গত বেলা ৩.৩০ টে পর্যন্ত জানা গিয়েছে তৃণমূল জয়ী ১২৩২৫, এগিয়ে ২৬৪৭। সন্ধ্যা ছ’টা পর্যন্ত রাজ্যের ৯২৮টি জেলা পরিষদের মধ্যে ১৮টিতে তৃণমূল কংগ্রেস জিতেছে। এগিয়ে আছে ৩০টি আসনে। একটি আসনে সিপিআইএম এগিয়ে আছে। দক্ষিণ ২৪ পরগনায় ছ’টি, উত্তর ২৪ পরগনায় তিনটি, বীরভূমে সাতটি আসন, বাঁকুড়ায় একটি আসন, পূর্ব বর্ধমানে একটি আসনে জিতে গিয়েছে তৃণমূল।