করোনা রুখতে অনন্য ভূমিকা, আশাকর্মীদের সম্মান জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

রবিবার হু-র ডিরেক্টর জেনারেল ট্রেডার্স অ্যাডহাম ঘেব্রেইসাস নিজেই ভারতের ১০ লক্ষ আশাকর্মীকে সম্মান জানানোর কথা ঘোষণা করেন।

Must read

প্রতিবেদন : করোনার সময়ে দেশের প্রথম সারির করোনা যোদ্ধা বা স্বাস্থ্যকর্মীদের অবদান কোনওভাবেই অস্বীকার করা যায় না। চিকিৎসক এবং নার্সদের পাশাপাশি করোনার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দেশের আশাকর্মীরা। তাঁদের সেই কাজকে স্বীকৃতি জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রবিবার হু-র ডিরেক্টর জেনারেল ট্রেডার্স অ্যাডহাম ঘেব্রেইসাস নিজেই ভারতের ১০ লক্ষ আশাকর্মীকে সম্মান জানানোর কথা ঘোষণা করেন।

আরও পড়ুন-বিজেপিতে আবারও কাদা ছোড়াছুড়ি

তিনি বলেন, গ্রামে দারিদ্রসীমার নিচে থাকা মানুষকে উপযুক্ত স্বাস্থ্যপরিষেবা দেওয়ার কাজ নিশ্চিত করেছিলেন আশাকর্মীরা। হু আয়োজিত গ্লোবাল হেলথ লিডার্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ভারতীয় আশাকর্মীদের এই সম্মান জানানো হয়। ওই অনুষ্ঠানে অ্যাডহোম বলেন, করানোর সময় গোটা বিশ্বেই আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ভারতও তার ব্যতিক্রম নয়। কিন্তু সে সময়ে আশাকর্মীরা ভয় ও আতঙ্ককে উড়িয়ে দিয়ে গ্রামাঞ্চলের প্রতিটি ঘরে গিয়ে করোনা সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছিলেন। করোনার পাশাপাশি পরিবারের কেউ অন্য কোনও রোগে আক্রান্ত হয়েছেন কি না সেদিকেও তাঁদের সতর্ক নজর ছিল। ভারতে টিকা প্রদান কর্মসূচি সফল হওয়ার পিছনেও আশাকর্মীদের অনন্য ভূমিকা রয়েছে। তাঁদের সেই কাজকেই স্বীকৃতি জানাচ্ছে হু।

Latest article