হিংসা মুক্ত নির্বাচন, ভোটের দিন ঘণ্টায় ঘণ্টায় রিপোর্ট দিতে হবে: কড়া বার্তা কমিশনের

Must read

হিংসা মুক্ত নির্বাচন করতে হবে। তিন লোকসভা আসনে নির্বাচনের জন্য কড়া বার্তা জাতীয় নির্বাচন কমিশনের (ECI)। শনিবার সকালে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার জেলাশাসক, পুলিশ সুপার,পুলিশ কমিশনারদের নিয়ে বৈঠকে বসেছিলেন জাতীয় নির্বাচন কমিশনের কর্তারা। বৈঠকে কমিশনের তরফে বলা হয়েছে, জেলাশাসক, পুলিশ সুপার-পুলিশ কমিশনারদের নিরপেক্ষ ভূমিকা নিয়ে কাজ করতে হবে। একইসঙ্গে বৈঠকে তিন জেলাকে বিশেষ ভাবে সতর্কও করেছে কমিশন (ECI)৷

আরও পড়ুন- ইউনিলিভারে কর্মচ্যুত হওয়ার আশঙ্কায় সাড়ে ৭ হাজার কর্মী

বৈঠকে জানানো হয়েছে, ভোটের দিন প্রতি ১ ঘণ্টার ব্যবধানে রিপোর্ট দিতে হবে। সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। সময়ের মধ্যেই বাহিনী বুথে চলে আসবে। কমিশনের বার্তা, “হিংসার কোনও স্থান নেই। হিংসা মুক্ত ভোট করতে হবে।”

Latest article