মুম্বই, ১৬ মার্চ : আট বছর ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নেতৃত্ব দিয়েছেন। একবারও ট্রফি জিততে পারেননি। হতাশায় বছর দু’য়েক আগে নেতৃত্ব ছেড়ে দেন বিরাট কোহলি। দায়িত্ব নেন ফাফ ডুপ্লেসি। নেতৃত্বের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন বিরাট। আরসিবি-র ম্যাচের আগে স্মৃতি মান্ধানাদের পেপ টক দিয়ে উজ্জীবিত করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। সেখানেই নিজের যন্ত্রণার কথা তুলে ধরেছেন।
আরও পড়ুন-ড্রোন ধ্বংস নিয়ে কথা কাটাকাটি আমেরিকা-রাশিয়ার
স্মৃতি, রিচা ঘোষদের সামনে বিরাট বলেছেন, ‘‘আরসিবি-তে আমার অধিনায়কত্বের শেষদিকে নিজের উপর বিশ্বাসই রাখতে পারছিলাম না। কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। আমার ভিতরের ট্যাঙ্ক সম্পূর্ণ খালি হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল, শেষ হয়ে গিয়েছি। নিজেকে বলছিলাম, আর কিছুই সামলাতে পারছি না। ২০১৯ সালে আরসিবি প্রথম ছ’টা ম্যাচেই হারল। সেই রাতে গেট টুগেদার ছিল। হারের পরও আমি সেখানে গিয়েছিলাম। কিন্তু নিজেকে চিনতেই পারছিলাম না। বিশ্বাসটাই চলে গিয়েছিল। প্রথমেই এবি-কে (ডিভিলিয়ার্স) চোখে পড়ে। দু’জনে মুখোমুখি দাঁড়াই। জীবনে কখনও টানা ছ’টা ম্যাচ হারিনি। ১৫ বছর ক্রিকেট খেলার পরেও।’’
আরও পড়ুন-মহারাষ্ট্রে বন্ধ ফ্ল্যাট থেকে মিলল বাঙালি দম্পতি-সহ শিশুর দেহ
যোগ করেন, ‘‘পরের মরশুমে নতুন ক্রিকেটাররা দলে এল। নতুন ভাবনা, নতুন পরিবেশ। নেতৃত্বের দায়িত্ব পেল ফাফ (ডুপ্লেসি)। ওরা দারুণ উত্তেজিত ছিল। আমি ততটা উত্তেজনা অনুভব করছিলাম না। কিন্তু ওরা দলে এমন পরিবেশ তৈরি করল যে টানা তৃতীয় বছর প্লে-অফে পৌঁছে গেলাম। এখন ফের আগের মতোই উৎসাহ নিয়ে মরশুম শুরু করছি।’’
আরও পড়ুন-মুখে কালো কাপড় বেঁধে সংসদের দুই কক্ষেই অভিনব প্রতিবাদ তৃণমূলের
বিরাট বলেন, ‘‘আইপিএল জিতিনি, কিন্তু আমাদের সমর্থকরা অন্যতম সেরা। তাঁরা আমাদের পাশে থাকেন। কারণ, প্রতিটি ম্যাচে আমরা জেতার ব্যাপারে দায়বদ্ধ। ট্রফি জয়ের কোনও নিশ্চয়তা থাকে না। কিন্তু প্রতি ম্যাচে নিজেদের ১১০ শতাংশ দেওয়াটা আমাদের হাতে থাকে।’’