মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আজ শপথ

Must read

রিতিশা সরকার, দার্জিলিং: মুখ্যমন্ত্রীর (WB CM Mamata Banerjee) পাহাড় সফরে উন্নয়নের নতুন স্বপ্ন দেখা শুরু। দীর্ঘ এক দশক বাদে একসঙ্গে ৪৫ জন জিটিএ সদস্য শপথবাক্য পাঠ করতে চলেছেন মঙ্গলবার। দার্জিলিং ম্যালে বেলা ১১টা থেকে শপথবাক্য পাঠের অনুষ্ঠান শুরু হবে। যেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)। এবারের মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহাড় সফর অনেকটাই তাৎপর্যপূর্ণ। কারণ পাহাড়বাসীর কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমন এক আলাদা অনুভূতি। পাহাড়ের উন্নয়নের অন্যতম কারিগরি শক্তিই হল গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)। তাই পাহাড়ের মানুষ উন্নয়ন নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন। তাঁরা চেয়ে রয়েছেন মুখ্যমন্ত্রীর দিকে, মুখ্যমন্ত্রী এবারের সফরে পাহাড়ের জন্য নতুন কী ঘোষণা করছেন। সোমবার দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নেমে রাজ্যের প্রশাসনিক প্রধান সড়কপথেই পাহাড়ে উদ্দেশে রওনা দেন। সমতলের রোহিণী মোড় থেকে। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পতাকা নাড়িয়ে নানা গানের তালে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান পাহাড়বাসী। দার্জিলিং রাজভবন পর্যন্ত কোথাও বিজেপিএম কর্মীরা, আবার কোথাও তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তায় দাঁড়িয়ে ছিলেন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে। তবে এদিন কার্শিয়াং স্টেশনের সামনে বিজেপিএমের সভাপতি অনিত থাপা তাঁর দলীয় কর্মীদের সঙ্গে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান। মুখ্যমন্ত্রীও অনিত থাপাকে দেখে গাড়ি দাঁড় করিয়ে নেমে আসেন। করজোড়ে সাধারণ মানুষকে অভিবাদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপিএম জোটের জয়ের কারণে মুখ্যমন্ত্রী ও অনিত থাপা ভিকট্রি দেখিয়েছেন। এদিন মুখ্যমন্ত্রী দার্জিলিংয়ে এসে সোজা রিচমন্ড হিলে ঢুকে যান। কার্শিয়াং থেকে অনিতকেও গাড়িতে তুলে নিয়েছিলেন তিনি। রিচমন্ড হিলে অনিত থাপার সঙ্গে শপথবাক্য অনুষ্ঠান নিয়ে দীর্ঘক্ষণ আলোচনাও করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ব্রাত্যর নতুন নাট্য সংকলন

Latest article