‘আমরা ঘাস- যত কাটবে, আমরা ততই বাড়ব’ নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে বিধায়কদের সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, কেন্দ্রীয় এজেন্সির হাতে কোনও তথ্য নেই। দেখা যাবে, এরা কিছুই পেল নাা। কিন্তু তৃণমূলকে বদনাম করা চেষ্টা চালাচ্ছে

Must read

বৃহস্পতিবার তৃণমূলের সাংগঠনিক অধিবেশন থেকে বিজেপিকে নিশানা করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerajee)। বিজেপির এজেন্সি চাই না, চাকরি চাই- তৃণমূলের স্লোগান ঠিক করে দিলেন তিনি। এদিন তিনি বলেন, “বিশ্বকর্মা পুজো বাদ রেখে আপাতত এটাই চলবে। বিজেপি আমাদের ভয় দেখানোর চেষ্টা করবেন না। যতই সিবিআই, ইডি কাঁচির চেষ্টা করো, কিছু হবে না। আমরা ঘাস- যত কাটবে, আমরা ততই বাড়ব। আমরা শক্তিশালী হব।” মমতার কথায়, বিজেপি দেশ বেচে দিচ্ছে। ব্যাঙ্কও বেচে দেবে। দেশে বেকারত্বের হার বিজেপি জমানায় ৪০ শতাংশ বেড়েছে। অথচ সেদিকে নজর না দিয়ে কেন্দ্রীয় সরকার বিরোধীদের কোণঠাসা করতে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করছে।

আরও পড়ুন-অনুব্রত মণ্ডল প্রসঙ্গে কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, কেন্দ্রীয় এজেন্সির হাতে কোনও তথ্য নেই। দেখা যাবে, এরা কিছুই পেল নাা। কিন্তু তৃণমূলকে বদনাম করা চেষ্টা চালাচ্ছে। এই কারণে, দলের নেতৃত্বকে সতর্ক থাকার নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো। বলেন, “কোনও মন্ত্রী-বিধায়ক নিজের লেটারহেডে চাকরির রিকোয়েস্ট করে চিঠি দেবেন না। ফেসটাইমে কথা কম বলুন। হোয়াটসঅ্যাপ তুলে নিচ্ছে। জেলায় জেলায় আইবি’র লোকেরা বিজেপির হয়ে কাজ করছে।” তাঁর মতে, সব জায়গায় তৃণমূলকে বদনাম করার জন্য কেন্দ্রীয় এজেন্সি ওত পেতে আছে। বিরোধীদের বিরুদ্ধে প্রবল আক্রমণ করে মমতা বলেন, “তৃণমূলের ৯৯.৯ শতাংশ সৎ। একজন-দু’জন হয়তো খারাপ আছে, তারজন্য পুরো দলটাকেই চোর বলবে!”

আরও পড়ুন-নেতাজি-মূর্তি উন্মোচনে আমন্ত্রণের প্রক্রিয়া অপমানজনক: ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

তবে, একই সঙ্গে নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে বিধায়কদের সতর্ক করার পাশাপাশি কাউন্সিলরদের বার্তা দেন মমতা। তৃণমূল সুপ্রিমো বলেন, “কাউন্সিলররা মেয়রদের সঙ্গে যোগাযোগ রেখে চলবেন। কিছু কাউন্সিলর নিয়েও অভিযোগ পাচ্ছি। জলাভূমি ভরাটের অভিযোগ এসেছে। যদি কোনও কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ আসে, তাঁকে সতর্ক করা হবে। না শুনলে নাম কোনোদিন সকালে উঠে দেখবেন, নাম ঘ্যাচাং ফুঁ।”

Latest article