নেতাজি-মূর্তি উন্মোচনে আমন্ত্রণের প্রক্রিয়া অপমানজনক: ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

Must read

ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি উন্মোচনে রাজ্যকে আমন্ত্রণের বিষয় নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, রাজধানীর ‘কর্তব্য পথে’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। একইসঙ্গে ইন্ডিয়া গেটে নেতাজির একটি গ্রানাইট পাথরের মূর্তিরও আনুষ্ঠানিক উন্মোচন করবেন তিনি। কিন্তু সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে যে পদ্ধতিতে রাজ্যকে আমন্ত্রণ পাঠানো হয়েছে, সেটা যথাযথ তো নয়ই, বরং যথেষ্ট অপমানজনক। এনিয়ে তৃণমূলের সাংগঠিক বৈঠক থেকে ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: লড়াইয়ের পাল্টা লড়াই, লোকসভা নির্বাচনে খেলা হবে: মমতা বন্দ্যোপাধ্যায়

এদিন নেতাজি ইন্ডোরে তৃণমূলের সাংগঠনিক অধিবেশনে যোগ দিতে যাওয়ার আগে রেড রোডে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। এরপর সমাবেশ মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগেন মমতা। বলেন, বলেন, “দিল্লির অনুষ্ঠানে আমাদের ঠিক করে আমন্ত্রণ পর্যন্ত জানায়নি। আন্ডার সেক্রেটারির নামে একটা চিঠি এসেছে। এটা তো অপমান। অন্তত একজন মন্ত্রীর নামে চিঠি দিতে পারত। আমরা যেন চাকর-বাকর। ওদের আগেই আমি নেতাজির মূর্তিতে মাল্যদান করে গেলাম। দিল্লির অনুষ্ঠান আমি বাংলায় উদ্বোধন করে এলাম।“

মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রের সেই চিঠির পালটা জবাব ইতিমধ্যেই দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব।

Latest article