কুণাল ঘোষ, মাদ্রিদ (মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী): মাদ্রিদে শিল্প-সম্মেলনে দাঁড়িয়ে অসাধারণ ব্যাটিং করলেন প্রিন্স অফ ক্যালকাটা। ব্যাটিং করলেন বাংলার হয়ে, ব্যাটিং করলেন উন্নয়নের পক্ষে, ব্যাটিং করলেন ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে।
মাদ্রিদের শিল্প-সম্মেলনে বাংলার মুখ আরও উজ্জ্বল করে দিলেন ক্রিকেটের আইকন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বললেন, আমি বাংলায় লগ্নি করেছি। আবারও করব। আপনাদের বলছি, আপনারাও করুন।
সৌরভ )Sourav Ganguly( তাঁর বাংলায় ব্যবসার কথা বলতে গিয়ে বলেন, ২০০৭ সালে আমি প্রথম ইস্পাত কারখানার ব্যবসায় জড়িয়ে পড়ি। সেটা দুর্গাপুরে। এরপর পাটনায়। এবার করতে চলেছি মেদিনীপুরে। মেদিনীপুরের শালবনিতে ৬৫০ একরের উপর ইস্পাত কারখানা হচ্ছে। লগ্নি ২৫০০ কোটি। কর্মসংস্থান হবে প্রায় ১২ হাজার। আমি নিজে ব্যবসায় জড়িয়ে আছি বলেই বলছি আপনারাও চলুন। শিল্প-সম্মেলনে আসা নতুন প্রজন্মের প্রতিনিধিদের উদ্দেশ্য করে সৌরভ বলেন, কেন বাংলায় লগ্নি করতে বলছি তার উদাহরণ হলেন সামনে বসে থাকা নতুন প্রজন্ম। বাংলা থেকে আসা প্রতিনিধি দলকে দেখিয়ে বলেন, আজ সামনে যাঁদের দেখছি তাঁদের বাবারাও একসময়কার মুখ্যমন্ত্রীদের প্রতিনিধি দলে থাকতেন। তাঁদের সন্তানরাও বাংলায় শুধু ব্যবসা করছেন তাই নয়, নিশ্চিন্তে ব্যবসা করছেন। এটাই প্রমাণ করে, পরিবারগুলি ব্যবসার প্রশ্নে বাংলার সরকারকে কতখানি ভরসা করে, বিশ্বাস করে। বাংলায় যে দ্রুত কাজ হয়, তার উদাহরণ তুলে সৌরভ জানান, কারখানার ক্লিয়ারেন্সের জন্য যা যা দরকার তা দ্রুত করে দিয়েছেন মুখ্যসচিব ও ডব্লুবিআইডিসির চেয়ারম্যান বন্দনা যাদব। ফলে সরকারের সহায়তায় কাজ এগোচ্ছে দ্রুত গতিতে।
আরও পড়ুন- বাংলায় নিশ্চিন্তে লগ্নি করুন: মুখ্যমন্ত্রী
সৌরভ মনে করিয়ে দেন, মাঝেমধ্যে ব্যতিক্রমী কিছু ঘটনা ঘটে। নানা দিকে নানারকম আওয়াজ ওঠে বাংলাকে নিয়ে। সৌরভের পরামর্শ, ওগুলো ছোট-খাট ঘটনা। আর দিদি একাই যথেষ্ট সেসব সামাল দিতে। একা মুখ্যমন্ত্রীই যথেষ্ট। সৌরভ বৃহস্পতিবার মাদ্রিদে এসে বাংলা ও লা-লিগার চুক্তি বৈঠকে ছিলেন। শুক্রবার ছিলেন শিল্প-সম্মেলনে। আজ শনিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে রিয়েল মাদ্রিদের মাঠ দেখতে যাওয়ার কথা রয়েছে। কিন্তু ৪০ ঘণ্টার শিল্পসফরে প্রিন্স অফ ক্যালকাটার ব্যাটিং নিশ্চিন্তে মনে রাখার মতো।