বাংলায় নিশ্চিন্তে লগ্নি করুন: মুখ্যমন্ত্রী

Must read

কুণাল ঘোষ, মাদ্রিদ (মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী): মাদ্রিদে শিল্প-সম্মেলনে নতুন বাংলার ছবি তুলে ধরে লগ্নির আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বললেন, আসুন, বাংলায় লগ্নি করুন। এখানে জমির সমস্যা নেই। ল্যান্ডব্যাঙ্ক আছে। কৃতী শ্রমিক আছেন। শিল্পবন্ধু সরকার আছে। সেইসঙ্গে রয়েছে ইনসেনটিভ। এই মুহূর্তে বাংলা হচ্ছে সবচেয়ে নিরাপদ এবং স্থিতিশীল এলাকা। পাশাপাশি শুক্রবার সকালেই জানা যায়, বাংলায় আসতে পারেন লিওনেল মেসি। এছাড়াও লা-লিগের সঙ্গে চুক্তির পরবর্তী ধাপ হিসেবে তারা বাংলায় একটি ডেডিকেটেড স্টেডিয়ামও চেয়েছি।
মুখ্যমন্ত্রী উদাহরণ তুলে ধরে বলেন, ইসরোর চন্দ্রযানের ৪০ শতাংশ গবেষকই বাংলার। বিমান, জলপথ ও সড়কপথের যোগাযোগ রয়েছে। এশিয়ার সবচেয়ে বড় তাপবিদ্যুৎকেন্দ্র গড়ে তুলছি। পর্যটনের জন্য বাংলা এখন সবচেয়ে বড় আকর্ষণ। বাংলার পুজো ইউনেসকোর স্বীকৃতি পেয়েছে। বাংলার প্রকল্প পেয়েছে সারা পৃথিবীর স্বীকৃতি। সর্বধর্ম সমন্বয়ে বাংলা হল একটি ছোট্ট পৃথিবী। আপনারা নিশ্চিন্তে বিনিয়োগ করুন। বিজিবিএস-এ আপনাদের আমন্ত্রণ রইল।

আরও পড়ুন- মহিলা উদ্যোগপতির নিরিখে ভারতে দ্বিতীয় স্থানে বাংলা

প্রতিনিধি দলের পক্ষে বক্তব্য রাখেন তরুণ ঝুনঝুনওয়ালা, আদিত্য আগরওয়াল, উমেশ চৌধুরী, শাশ্বত গোয়েঙ্কা, প্রশান্ত মোদি-সহ অন্যরা। প্রতিনিধি দলের স্পষ্ট কথা, আমরা দীর্ঘদিন বাংলায় ব্যবসা করছি। এই বাংলা পাল্টে যাওয়া বাংলা। এখানে ধর্মঘট হয় না। কর্মদিবস নষ্ট হয় না। শিল্পবন্ধু সরকার এবং অভিভাবকের মতো রয়েছেন মুখ্যমন্ত্রী। স্পেনের সরকারি প্রতিনিধিরা বলেন, আমরাও খবর রাখছি। বাংলা বদলে গিয়েছে। আমাদের দেশে যেসমস্ত সংস্থা ভারতে কাজ করে তাদের বাংলায় ব্যবসা কম। তাই এই সম্মেলনটির দরকার ছিল। এবার ভারতে ব্যবসার ক্ষেত্রে বাংলা অভিমুখ থাকবে। রাজ্যের মুখ্যসচিব লগ্নিকারীদের কী কী পরিকাঠামো এবং সুবিধা দেওয়া হবে তার ব্যাখ্যা করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) মুখ্যউপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। ভারতীয় প্রতিনিধি দলের পক্ষ থেকে ২১ নভেম্বর শিল্প-সম্মলনে সকলকে আমন্ত্রণ করা হয়। সম্মেলন শেষে বাংলা ও স্পেনের বিভিন্ন সংস্থার পরিচালকদের বৈঠকও হয়।

Latest article