পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হলেন সি ভি আনন্দ বোস। রাষ্ট্রপতি ভবন থেকে এই ঘোষণা করা হয়। সেখান থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘সি ভি আনন্দ বোসকে পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হল। তিনি যে দিন থেকে দায়িত্ব নেবেন সেদিন থেকেই এই নির্দেশ কার্যকর হবে।’
আরও পড়ুন-রবিবার সাড়ে ৭টায় বিশ্বকাপ উদ্বোধন আল বায়েত স্টেডিয়ামে
প্রাক্তন আইএএস আধিকারিক এবং সম্প্রতি মেঘালয় সরকারের উপদেষ্টা আনন্দ জন্মসূত্রে কেরলের কোট্টায়ামের বাসিন্দা। দক্ষিণ ভারতের তামিলনাড়ুর বা কেরলে বাংলার সুভাষচন্দ্র বসুর নামে বোস নাম রাখার চল আছে। এর জন্যই তাঁর পদবি বোস বলে মনে করেন অনেকে। অনেকদিন ধরে প্রশাসনিক রাজনীতির সঙ্গে ওতপ্রোত ভাবেই জড়িয়ে রয়েছেন আনন্দ। কেন্দ্রীয় রাজনীতিতে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ম্যান অফ আইডিয়া’।
আরও পড়ুন-কাকভোরে ঢাক পিটিয়ে দোহায় মেসি-বরণ
পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি হওয়ার পর অস্থায়ী রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেন লা গণেশন। তাকে নিয়ে বিজেপি মোটেই সন্তুষ্ট ছিল না।