কারিগরি শিক্ষায় বাংলা এগিয়ে

Must read

প্রতিবেদন : বাম জমানার তুলনায় রাজ্যে কারিগরি শিক্ষায় চারগুণ এগিয়েছে বাংলা। শুক্রবার, সাংবাদিক বৈঠকে জানালেন কারিগারি শিক্ষা দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর (Humayun Kabir)। তিনি জানান, আইটিআই, পলিটেকনিকের পাশাপাশি ‘উৎকর্ষ বাংলা’র মাধ্যমেই বহু কর্মসংস্থান হয়েছে। হুমায়ুন বলেন, যাঁরা আইটিআই, পলিটেকনিকে জায়গা পান না তাঁদের জন্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলায় ‘উৎকর্ষ বাংলা’ চালু করা হয়। এর মাধ্যমে ছোট পরিসরে হাতের কাজ শিখিয়ে গ্রামবাংলা ক্ষুদ্র ও কুটিরশিল্পে প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়োগ করা হয়। এর পাশাপাশি, রাজ্য জুড়ে বিভিন্ন জোনে হচ্ছে জব ফেয়ার। সেখানে কারিগরি শিক্ষায় প্রশিক্ষণপ্রাপ্তরা চাকরি পাচ্ছেন। হুমায়ুন কবীর (Humayun Kabir) বলেন, যাঁরা আবেদন করছেন তাঁদের অনেককেই সরাসরি অফার লেটার দেওয়া হচ্ছে। যাঁরা নিয়োগপত্র পাচ্ছেন না, তাঁদের বায়োডাটা এবং ফোন নম্বর বিভিন্ন কোম্পানিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। শুধু বাংলাতেই নয়, রাজ্যের বাইরেও অনেকে কাজের সুযোগ পাচ্ছেন। ইতিমধ্যেই ১০ থেকে ১২টি জব ফেয়ার হয়েছে বলে জানান মন্ত্রী। সামনেই শিলিগুড়িতে এবং তারপরে খড়্গপুর বা মেদিনীপুরে জব ফেয়ার হবে।

আরও পড়ুন: ‘অশনি’ নিয়ে অশনিসংকেত, ঘূর্ণীঝড় আছড়ে পড়বে মঙ্গলবার

Latest article