প্রতিবেদন : বিধানসভায় বিজেপির তাণ্ডব। মহিলাদের ওপর হামলার চেষ্টা এবং ভাঙচুরের তীব্র নিন্দা করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি যেভাবে বিজেপির তরফ থেকে সংসদীয় রীতি লঙ্ঘন করে অধিবেশন কক্ষের ভিতরের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে তা নিয়েও তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বিজেপির এই পরিকল্পিত হামলায় বিজেপির পাঁচ বিধায়ক শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা, শঙ্কর ঘোষ, দীপক বর্মন, নরহরি মাহাতোকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করেছেন স্পিকার।
আরও পড়ুন-কালো দিন বিধানসভা রক্তাক্ত, নাকে রক্তক্ষরণ নিয়ে পিজিতে ভর্তি অসিত
বিধানসভার শেষদিনে কোনও ছবি তোলার অনুমতি দেননি স্পিকার। কিন্তু বিজেপি যে অসংদীয় পথে হাঁটতে চাইছে তা প্রমাণিত হল। বিজেপির এই আচরণে রাজনৈতিক মহলে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “এমন ঘটনা কোনওভাবেই আশা করা যায় না। এটা অত্যন্ত লজ্জার। মহিলাদের উপরও বিজেপি বিধায়করা হামলা চালিয়েছেন। রেহাই মেলেনি মহিলা নিরাপত্তারক্ষীদেরও। কোনওভাবেই এই ঘটনা সমর্থন করা যায় না। এমন পরিস্থতি বিধানসভায় ভিতরে কোনওদিনই ঘটেনি।”
আরও পড়ুন-পাহাড়কে নিয়ে নতুন গান লিখলেন দূর্বা
স্পিকারের ভূমিকা নিয়ে বিজেপি প্রশ্ন তোলায় অধ্যক্ষ বলেন, “বিরোধী দলকে বেশি বলার, বেশি প্রশ্নের সুযোগ দেওয়া হয়েছে। প্রশ্ন করার বেশি সুযোগ দেওয়া হয়েছে। ওঁরা কী চান ওঁরা নিজেরাই জানেন না। ওঁরা আইনকানুন নিয়ম জানেন না। মুখ্যমন্ত্রী বক্তব্য পেশ করার সময় যেভাবে বাধা দেওয়া হয়, তা দুর্ভাগ্যজনক। লোকসভায় প্রধানমন্ত্রী বলার সময়ও এরকম বাধা দেওয়া হয় না।” এরপরই সভার ভিতরের ছবি বাইরে আসার বিষয়ে মুখ খোলেন অধ্যক্ষ। তিনি বলেন, “বিধানসভার অভ্যন্তরের ছবির তুলে বাইরে পাঠানোর ঘটনা ঠিক না। এটা অত্যন্ত নিন্দনীয় এবং অনভিপ্রেত ঘটনা।”