খেতাব রক্ষায় চোখ হরমনদের ডব্লুপিএলের বোধনে, চমক আজ শাহরুখ

Must read

মুম্বই, ২২ ফেব্রুয়ারি : মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লিগকেও ছেলেদের আইপিএলের মতো রঙিন ক্যানভাসে আঁকতে চাইছে বিসিসিআই। উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লুপিএল) (Women’s Premier League) দ্বিতীয় সংস্করণ শুরু হচ্ছে শুক্রবার থেকে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স ও রানার্স মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালস। উদ্বোধনী ম্যাচে চমক থাকছে। ডব্লুপিএলের তরফে বিরাট ঘোষণা, মেয়েদের প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন শাহরুখ খান। বলিউডের বাদশা তথা কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার পারফর্ম করতে পারেন মঞ্চে।
বিসিসিআই অনেক আগেই জানিয়ে দিয়েছে, মেয়েদের লিগের উদ্বোধনে পারফর্ম করবেন বরুণ ধাওয়ান, কার্তিক আরিয়ান, টাইগার শ্রফ, সিদ্ধার্থ মালহোত্রার মতো বলিউডের একঝাঁক তারকা। কিন্তু যাবতীয় আলো কেড়ে নিতে চলেছেন কিং খান। মেয়েদের আইপিএলে তাঁর কোনও টিম নেই। তা সত্ত্বেও হরমনপ্রীত, স্মৃতি মান্ধানাদের লিগের সঙ্গে জুড়ে যাচ্ছেন শাহরুখ। বোর্ডও মনে করে, মেয়েদের লিগের উদ্বোধনে শাহরুখের পারফরম্যান্স গ্ল্যামার বাড়িয়ে দেবে ডব্লুপিএলের। উদ্বোধনী ম্যাচ জিতে ডব্লুপিএলে (Women’s Premier League) খেতাব রক্ষার লড়াই শুরু করতে চায় গতবারের চ্যাম্পিয়ন মুম্বই। তবে গতবার ফাইনাল হারের বদলা নিতে মরিয়া হবে দিল্লিও। এবারের লিগেও নজর থাকবে প্রতিভাবান ভারতীয় ক্রিকেটারদের দিকে।

আরও পড়ুন- বৈষম্যের রাজনীতি বাংলায় মানব না, রাজ্য জুড়ে ছাত্র-যুব মিছিল

Latest article