তবু ব্রিজভূষণের পাশেই ফেডারেশন!

শুক্রবার গভীর রাতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের আশ্বাস পাওয়ার পর সেই ধরনা অবশ্য আপাতত তুলেছেন প্রতিবাদী কুস্তিগীররা।

Must read

নয়াদিল্লি, ২১ জানুয়ারি : যাঁর বিরুদ্ধে যৌন হেনস্তার মতো গুরুতর অভিযোগে উত্তাল গোটা দেশ। বিস্ময়করভাবে সেই ব্রিজভূষণ শরণ সিংয়ের পাশেই দাঁড়াচ্ছে সর্বভারতীয় কুস্তি ফেডারেশন। যৌন হেনস্তায় অভিযুক্ত প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়ে শনিবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক এবং যুবকল্যাণ মন্ত্রকে আট পাতার চিঠি পাঠিয়েছে তারা। যেখানে দাবি করা হয়েছে, ব্রিজভূষণের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে! এই ঘটনা প্রকাশ্যে আসার পর ফের নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

আরও পড়ুন-সেট উত্তরপত্র প্রকাশিত হল

ওই চিঠিতে লেখা হয়েছে, ধরনার মাধ্যমে কিছু কুস্তিগীর সংস্থার প্রেসিডেন্টের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন। আপাতত প্রেসিডেন্টের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ার জন্য অনুরোধও জানানো হয়েছে ওই চিঠিতে। তবে যা পরিস্থিতি, তাতে ব্রিজভূষণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া শুধুই সময়ের অপেক্ষা। প্রসঙ্গত, ব্রিজভূষণের বিরুদ্ধে ধরনায় বসেছিলেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনিত ফোগটের মতো অলিম্পিক এবং কমনওয়েলথ পদকজয়ী কুস্তিগীররা। শুক্রবার গভীর রাতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের আশ্বাস পাওয়ার পর সেই ধরনা অবশ্য আপাতত তুলেছেন প্রতিবাদী কুস্তিগীররা। যদিও তাঁরা জানিয়েছেন, গোটা পরিস্থিতির উপর তাঁদের নজর রয়েছে। ব্রিজভূষণের বিরুদ্ধে অবিলম্বের কোনও কড়া পদক্ষেপ না নেওয়া হলে, ফের তাঁরা ধরনায় বসবেন।

আরও পড়ুন-বিজেপির চক্রান্তের জবাব দেবে বাংলা

এদিকে, শুক্রবারই দিল্লিতে প্রায় দু’ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করে ভারতীয় অলিম্পিক কমিটি। পি টি উষার নেতৃত্বাধীন কমিটির বৈঠকের পর সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটিতে রয়েছেন মহিলা বক্সিংয়ে ছ’বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম, বাংলার প্রাক্তন অলিম্পিয়ান দোলা বন্দ্যোপাধ্যায়, অলকনন্দা অশোক, যোগেশ্বর দত্ত, সহদেব যাদব প্রমুখ। তাঁরা গোটা বিষয় তদন্ত করে অলিম্পিক সংস্থার কাছে রিপোর্ট জমা দেবেন।

Latest article