বিজেপির চক্রান্তের জবাব দেবে বাংলা

কেন্দ্রের বঞ্চনা এবং বিজেপির কুৎসার বিরুদ্ধে জবাব দিতে তৈরি বাংলা। একশো দিনের কাজের টাকা নেই, আবাস নিয়ে ঘৃণ্য রাজনীতি।

Must read

প্রতিবেদন : কেন্দ্রের বঞ্চনা এবং বিজেপির কুৎসার বিরুদ্ধে জবাব দিতে তৈরি বাংলা। একশো দিনের কাজের টাকা নেই, আবাস নিয়ে ঘৃণ্য রাজনীতি। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে দিশাহীন বিজেপি। শনিবার উত্তর হাওড়ায় এক জনসভায় একযোগে এই বক্তব্য পেশ করলেন মন্ত্রী পুলক রায়, সাংসদ ডাঃ শান্তনু সেন, বিধায়ক গৌতম চৌধুরি, ভাস্কর ভট্টাচার্য-সহ দলীয় নেতারা। পুলক রায় বলেন, বিরোধী নেতা কেন্দ্রকে ব্যবহার করছে বাংলার যাতে উন্নয়ন না হয়। কিন্তু বাংলার মানুষ তাকে পরিত্যাগ করেছে।

আরও পড়ুন-সেট উত্তরপত্র প্রকাশিত হল

বিরোধী নেতা যা-ই চক্রান্ত করুক না কেন পঞ্চায়েত ভোটে বাংলা তৃণমূল কংগ্রেসের সঙ্গেই থাকবে। শান্তনু সেন বলেন, রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক উন্নয়নের পদক্ষেপ নিয়েছে। তাঁর আমলেই লেডিস স্পেশাল থেকে ইজ্জত মান্থলি, প্রবীণদের কনসেশন চালু হয়েছিল। এখন বিজেপি সরকার এসব তুলে দিয়ে রেল পরিষেবাকে বেসরকারি হাতে তুলে দিচ্ছে। রেলে ৬০ হাজার পদের বিলুপ্তি ঘটেছে। পাশাপাশি ইডি-সিবিআই দিয়ে বাংলার বদনাম করতে চাইছে। কিন্তু এসবের কোনও প্রভাব পড়বে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ ধরেই বাংলা আগামীতে আরও এগিয়ে যাবে।

Latest article