পদ্ম-নির্দলের ২ কাউন্সিলর মন্ত্রীর হাত ধরে তৃণমূলে

অনুন্নয়ন, পরিকল্পনার অভাব এবং একের পর এক অশান্তির চেষ্টার কারণে বিজেপি শিবির থেকে মুখ ফিরিয়েছেন সাধারণ মানুষ।

Must read

প্রতিবেদন : পঞ্চায়েত নির্বাচনের আগে আরও শক্ত হচ্ছে উন্নয়নের হাত। বিজেপি এবং নির্দল ছেড়ে দুই পুরপ্রতিনিধি যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে। আজ শুক্রবার ভদ্রেশ্বরে মন্ত্রী ইন্দ্রনীল সেনের হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেবেন ৬ নং ওয়ার্ডের বিজেপির পুরপ্রতিনিধি সবিতা বেহেরা ও নির্দলের রঞ্জু রায়।

আরও পড়ুন-শুরু হল নিয়োগ প্রক্রিয়া আবেগে ভাসলেন প্রার্থীরা

অনুন্নয়ন, পরিকল্পনার অভাব এবং একের পর এক অশান্তির চেষ্টার কারণে বিজেপি শিবির থেকে মুখ ফিরিয়েছেন সাধারণ মানুষ। দলে সমন্বয়ের অভাবের কারণে এবার বেরিয়ে আসছেন একের পর এক কর্মী। অনুন্নয়ন থেকে বাঁচতে কার্যত বিজেপি ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নযজ্ঞে শামিল হতে তাই একের পর এক কর্মী যোগদান করছেন তৃণমূল কংগ্রেস। এবার আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে এই যোগদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। আর এই যোগদানের খবর পেতেই রীতিমতো মুখে কুলুপ এঁটেছেন বিজেপি নেতারা।

Latest article