অভিষেকের হাত ধরে তৃণমূলে বিজেপির ২ নেতা ও ৫০ কর্মী

Must read

সংবাদদাতা, মথুরাপুর : ভোট ঘোষণা হওয়ার পর থেকে এ রাজ্যে বিজেপিতে ভাঙন অব্যাহত। প্রায় প্রতিদিনই নিয়ম করে নেতা-কর্মীরা বিজেপি ছাড়ছেন। শনিবার মথুরাপুরের ঢোলার মাঠেও দেখা গেল একই ছবি। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিয়ে ২ নেতা-সহ ৫০ জন বিজেপি কর্মী তৃণমূলে (TMC) যোগ দিলেন। দলে যোগ দিয়ে তাঁরা মা-মাটি-মানুষের জন্য কাজ করার অঙ্গীকার করেন।
এঁদের মধ্যে রয়েছেন দিলীপ জাটুয়া, শান্তনু বাপুলি, মিন্টু মইরা, রাহুল গায়েন, রাজারাম মণ্ডল, অনীন্দ্র হালদার, রাজু হালদার, আতা গাজি, অঞ্জনা সর্দার-সহ আরও অনেকে। গত নির্বাচনে রায়দিঘি কেন্দ্রে বিজেপির সমর্থনে প্রার্থী হয়েছিলেন শান্তনু বাপুলি। মন্দিরবাজার বিধানসভায় বিজেপি প্রার্থী ছিলেন দিলীপ জাটুয়া। কিন্তু এদিন বিজেপির সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে শামিল হতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেন তাঁরা। তাঁদের দলে যোগদান করিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের পরিবারে ওঁদের স্বাগত জানাই এবং আমরা নিশ্চিত যে এই ঘটনা বাংলা-বিরোধীদের বিরুদ্ধে এই লড়াইয়ে আমাদের হাত শক্তিশালী করবে।

আরও পড়ুন- বিজেপি হটাও, রাস্তায় নামলেন এবার বিশিষ্টরা

শান্তনু বাপুলি বলেন, বিজেপি কেবল শুধু প্রতিশ্রুতি দিয়েছে। মানুষকে ধোঁকা দিয়েছে। কোনও কাজ করেনি। উল্টোদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে কথা রাখেন। বাংলার উন্নয়ন নয়, কেবল ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় বিজেপি। তাই এই সাম্প্রদায়িক দল ছাড়তে বাধ্য হলাম। আসন্ন নির্বাচনে মথুরাপুরের তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী বাপি হালদারকে বিপুল ভোটে জেতানোরও অঙ্গীকার করেন তাঁরা।

Latest article