শিলিগুড়িতে ভেঙে দেওয়া হল ২২ অবৈধ নির্মাণ

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : অবৈধ নির্মাণের (Illegal constructions) বিরুদ্ধে নেওয়া হবে কড়া ব্যবস্থা। এই বিষয়ে আগেই জানিয়েছিল শিলিগুড়ি পুরনিগম। আদালতের নির্দেশে একসঙ্গে ২২টি অবৈধ নির্মাণ ভেঙে দিল শিলিগুড়ি পুরনিগম। শুক্রবার সাতসকালে শিলিগুড়ি পুরনিগমের ৩ নম্বর ওয়ার্ড নিবেদিত রোডে জেসিবি চালিয়ে অবৈধ নির্মাণ (Illegal constructions) ভাঙা শুরু করে পুরনিগম। দীর্ঘ ২০ বছর ধরে সরকারি জায়গায় বিভিন্ন দোকান ও বাড়ি বানিয়ে বসবাস করছিল। সরকারি ভাবে অনেক আগেই নোটিশ দিয়ে জায়গা খালি করতে বলা হয়েছিল। কিন্তু দখলদাররা আদালতে মামলা করে। অবশেষে আদালত সরকারি জমি খালি করার নির্দেশ দেয়। তার পরেও দখলদাররা জমি খালি করেনি। এর পরেও পুরনিগমের পক্ষ থেকে পর পর তিনবার নোটিশ দেওয়া হলেও হুঁশ ফেরেনি দখলদারদের। বাধ্য হয়ে পুলিশের উপস্থিতিতে এদিন সকালে পুরনিগমের কর্মীরা প্রচুর সংখ্যক জেসিবি লাগিয়ে একসাথে ২২টি অবৈধ নির্মাণ ভেঙে জায়গা খালি করে দেয়। উল্লেখ্য এই ২২টি অবৈধ নির্মাণের জন্য বহু দিন থেকে রাস্তার কাজ আটকে ছিল। অর্ধসমাপ্ত অবস্থায় পড়েছিল রাস্তা। পুরনিগমের কর্মীরা জেসিবি লাগিয়ে অবৈধ নির্মাণ ভাঙার সময় প্রচুর মানুষ বাধা দিতে আসে। পুলিশ তাদের আটকাতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে অনেকেই। যদিও এদিন ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা মেয়র পরিষদ রামভজন মাহাতো বলেন, দীর্ঘ ২০ বছর ধরে সরকারি জায়গা দখল করে বাড়ি বানিয়ে আবার কেউ দোকান করে দখল করে রেখেছিল। তারা নিজেরাই আদালতে গিয়েছিল।

আরও পড়ুন- নববর্ষে কলকাতাবাসীকে পুরসভার উপহার নগরবন্ধু

Latest article