২৫ লক্ষ কোটির ঋণ মকুব কেন্দ্রের!

Must read

প্রতিবেদন : মোদি সরকারের (Modi Government) নয়া কীর্তি। বিস্ফোরক! বিজেপি সরকারের ২৫ লক্ষ কোটি টাকার ঋণ মকুব। বিগত ১০ বছরে ঋণ মকুব করে সরকারি খাতের ২৫ লক্ষ কোটি টাকা ব্যয় করেছে। তথ্যের অধিকার আইনে দায়ের করা মামলায় খোদ রিজার্ভ ব্যাঙ্ক এই তথ্যল দিয়েছে। সুরাতের সমাজকর্মী সঞ্জয় এওয়াজা মামলা দায়ের করে জানতে চান, ঋণ মকুব করে কত টাকার রাজস্ব ক্ষতি করেছে কেন্দ্র। সেখানেই উঠে এসেছে এই বিস্ফোরক তথ্য । ২০১৪ সালে প্রথম মোদি সরকার (Modi Government) ক্ষমতায় আসার পর থেকে ২০২২-২৩ সাল পর্যন্ত ন’টি অর্থবর্ষে এই অর্থ ব্যয় করেছে তারা। মোদির কার্যকালে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মাধ্যামে ঋণ মকুব হয়েছে ১০.৪১ লক্ষ কোটি টাকা। আর ১৪.৫৩ লক্ষ কোটি টাকা ঋণ মকুব করা হয়েছে বেসরকারি ব্যাঙ্কের মাধ্যমে। সাধারণ মানুষের করের টাকায় দানছত্র খুলে খয়রাতি করে ভোট টানতে চাইছে বিজেপি সরকার। ভারতবর্ষের ইতিহাসে এত বিপুল পরিমাণ ঋণছাড় দেওয়া হয়নি কখনও।
এই তথ্য‌ প্রকাশ্যে আসতে প্রশ্নবাণ ধেয়ে আসছে শাসকদলের দিকে। দেশের অর্থনীতিতে ধস নামিয়ে এমন পদক্ষেপে উঠছে নানা প্রশ্ন। কাদের এই ঋণমকুব করা হয়েছে সে বিষয়ে কোনও তথ্যধ দেওয়া হয়নি। ফলে বিজেপি ঘনিষ্ঠরাই যে এমন সুবিধা পেয়েছে, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন- হামাসের হাতে গেলেই বন্ধ হবে ত্রাণসাহায্য, শর্ত আরোপ করল মিশর

Latest article