কুণালের মানহানি মামলায় তলব ৩ সিপিএম নেতাকে

Must read

প্রতিবেদন : তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) মানহানির মামলায় তিন সিপিএম (CPM) নেতার বিরুদ্ধে সমন জারি করল ব্যাঙ্কশাল আদালত। শনিবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও সিপিএমের ২২ লাখি হোলটাইমার শতরূপ ঘোষের বিরুদ্ধে সমন জারি করল আদালত। আগামী ১৩ জুন তিনজনকে হাজিরা দিতে হবে। শতরূপ ঘোষের ২২ লাখি গাড়ি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রশ্ন তোলেন কুণাল (Kunal Ghosh)। জবাবে রাজ্য সিপিএমের সদর দফতরে বসে কুণাল ও তাঁর পরিবারকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন সিপিএমের ওই ২২ লাখি হোলটাইমার। এরপরই আদালতের দ্বারস্থ হন কুণাল। কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী (Ayan Chakraborty) সিপিএমের ২২ লাখি হোলটাইমার শতরূপ ঘোষ, বিমান বসু ও মহম্মদ সেলিমের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। ওই মামলাতেই শনিবার তিনজনকে তলব। কুণাল বলেন, রাজনীতিতে পারস্পরিক আক্রমণ থাকবে। কোন সিপিএম নেতা ২২ লাখি গাড়ি চড়েন? একটা নীতিগত প্রশ্ন তুলেছিলাম। জবাবে আমার ও আমার প্রয়াত বাবাকে টেনে কুৎসিত আক্রমণ করা হয়েছে। গোটা পর্বটাই হল সিপিএমের সদর দফতরে। কিন্তু বিমান বসু, মহম্মদ সেলিমরা একবারও এর নিন্দা করা তো দূর, উল্টে সমর্থন করলেন। তারপরও আমি মামলা করিনি। আমার আইনজীবী ক্ষমা চাওয়ার নোটিশ পাঠান। কিন্তু সাড়া না মেলায় বাধ্য হয়ে মামলা করি।

আরও পড়ুন- আবাস যোজনা অডিটের সিদ্ধান্ত

Latest article