যাদবপুরে কড়া পদক্ষেপ চার পড়ুয়াকে সাসপেন্ড

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় নয়া মোড়। এবার উপাচার্য বুদ্ধদেব সাউয়ের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটি

Must read

প্রতিবেদন : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় নয়া মোড়। এবার উপাচার্য বুদ্ধদেব সাউয়ের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটি। সেখানে চার বর্তমান পড়ুয়াকে আজীবন বহিষ্কারের সুপারিশ করা হয়েছে বলে খবর। পাশাপাশি র‍্যাগিং-কাণ্ডে কয়েকজন প্রাক্তনীর বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়ার সুপারিশও হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।

আরও পড়ুন-‘সবার আগে মেটাব পানীয় জলের সমস্যা’ হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধাড়া

এখনও পর্যন্ত জানা যাচ্ছে, রিপোর্টের উপর ভিত্তি করে সিনিয়রদের একাংশকে হস্টেল ছাড়তে হতে পারে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উঠে আসে র‍্যাগিং তত্ত্ব। এরপর রাজ্য রাজনীতি উত্তাল হয়। এই ঘটনার প্রতিবাদে জায়গায় জায়গায় বিক্ষোভ হয়। ইসরো থেকে শুরু করে ইউজিসির প্রতিনিধিদলের আগমন হয়েছে যাদবপুরে। একাধিক বদল হয়েছে শিক্ষাঙ্গনের অন্দরেও। পুলিশি তদন্তের পাশাপাশি, অভ্যন্তরীণ একটি তদন্ত কমিটি গড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই তদন্ত কমিটিই মঙ্গলবার চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে। সেখানে বলা হয়েছে—
 র‍্যাগিং-কাণ্ডে চার বর্তমান পড়ুয়াকে আজীবন বহিষ্কার করতে হবে
 ১৫ জন পড়ুয়াকে একটি সেমেস্টার থেকে সাসপেন্ড করতে হবে
 ১১ জনকে দুটি সেমেস্টার থেকে সাসপেন্ড করতে হবে
 ৫ জনকে চারটি সেমেস্টারের জন্য সাসপেন্ড করা হতে পারে
 গবেষণা শেষে একজন গবেষক আর ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না
 পড়ুয়া মৃত্যুর রাতে হস্টেলে যে প্রাক্তনীরা ছিলেন তাঁদের ছ’জনের বিরুদ্ধে এফআইআর করতে হবে
 সিনিয়রদের একাংশকে হস্টেল ছাড়তে হবে
অভ্যন্তরীণ কমিটির রিপোর্টের সুপারিশ মেনে এই প্রাক্তনীরা আর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে থাকতে পারবেন না বলেই মনে করা হচ্ছে। এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।

Latest article