৮২টি দলের ৪০০ প্রশিক্ষিত বনকর্মী ৬ দিন তল্লাশি চালাবে

রয়াল বেঙ্গল টাইগারের দর্শন পেতে কোর জঙ্গলে ৮২টি দলের ৪০০ সদস্য টানা ৬ দিন তল্লাশি চালাবে জঙ্গলে।

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : বক্সা ব্যাঘ্রপ্রকল্পের জঙ্গলে শনিবার থেকে শুরু হল বাঘ গণনা। রয়াল বেঙ্গল টাইগারের দর্শন পেতে কোর জঙ্গলে ৮২টি দলের ৪০০ সদস্য টানা ৬ দিন তল্লাশি চালাবে জঙ্গলে। সেই সঙ্গে হিমালয়ান ব্ল্যাক বিয়ার-সহ ব্ল্যাক প্যান্থারের গণনার কাজও করা হবে বক্সার জঙ্গলে।

আরও পড়ুন-ইমিউনোলজির প্রদর্শক পল এরলিখ

বক্সা ব্যাঘ্র প্রকল্পের প্রতিটি রেঞ্জ ও বিট অফিস থেকে বনকর্মী নিয়ে তৈরি হয়েছে এই ৮২টি দল। এবারের গণনায় বাঘের পাশাপাশি হাতি, গাউর, হরিণ, চিতাবাঘ-সহ অন্য প্রাণীদেরও গণনা চলবে। যার জন্যে আধুনিক সরঞ্জাম ব্যবহার-সহ প্রশিক্ষণ দেওয়া হয় বনকর্মীদের। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা বুদ্ধরাজ শেওয়া, উপক্ষেত্র অধিকর্তা প্রভীন কাসওয়ান (পশ্চিম) ও শ্রী হরিশ (পূর্ব)ও শুমারে অংশ নিয়েছেন এদিন। এ-বছর বাঘ গণনায় ক্যামেরা ট্রাপিং-সহ অত্যাধুনিক সরঞ্জামের সাহায্য নেওয়া হচ্ছে। পাশাপাশি এবারের সমীক্ষায় বনে বিভিন্ন বন্যপ্রাণীর ঘনত্ব চিহ্নিত করা এবং সেইসঙ্গে বনের কোন এলাকা বাঘ, হাতি, গাউর, সম্বর, বার্কিং ডিয়ার, হগ ডিয়ার, চিতাবাঘ, চিতল প্রভৃতি বন্যপ্রাণী বসবাস করছে তা খুঁজে বের করা।

আরও পড়ুন-এভাবে কি ভুলিয়ে দেওয়া যায়?

লাইন ট্রান্সেক্ট, সাইন সার্ভে একই সঙ্গে সমস্ত রেঞ্জ এবং বিটগুলিতে ছয়দিন ধরে চলব। তবে দুর্গম বক্সা ব্যাঘ্র প্রকল্পের মতো গভীর জঙ্গলের ভিতর বাঘ শুমার যথেষ্ট কঠিন কাজ বনকর্মীদের কাছে। বহু বছর পর এবার মাত্র কিছুদিন আগে বক্সায় বাঘের অস্তিত্বের ছবি উঠে এসেছে। যার ফলে আগের চেয়ে অনেক বেশি উৎসাহ নিয়ে বনকর্মীরা ময়দানে নেমেছেন। পুরো জানুয়ারি মাস ক্যামেরা ট্রাপিং চলবে। বনকর্তারা মনে করছেন একাধিক রয়্যাল বেঙ্গল টাইগারের অস্তিত্ব পাওয়া যাবে এই গণনায়। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর বুদ্ধরাজ শেওয়া বলেন, আজ থেকে বাঘ গণনা শুরু হয়েছে। আমরা যথেষ্টই আশাবাদী, ক্যামেরা ট্রাপিং থেকে ভাল ফলাফল উঠে আসবে।

Latest article