গার্ডেনরিচকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬টি বাড়ির স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

রবিবার রাতে গার্ডেনরিচে বেআইনি বহুতল ভেঙে পড়ার পরে অভিযোগ উঠেছিল আশেপাশের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Must read

গার্ডেনরিচে (Garden Reach) ভয়াবহ দুর্ঘটনার পরে এবার যেকোন রকম বেআইনি নির্মাণ প্রশ্নের মুখে পড়েছে। স্থানীয়দের অভিযোগ ওই এলাকাতে আরও বহু বেআইনি নির্মাণ তৈরী হচ্ছে। এই ঘটনার পরেই কলকাতা পুরসভা কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে। কলকাতা পুরসভা এবার দুর্ঘটনাস্থলের আশেপাশের বাড়ির কী অবস্থা রয়েছে সেটা জানার জন্য স্বাস্থ্য পরীক্ষা করতে চলেছে। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের ভেঙে পড়া বহুতলের আশেপাশের একাধিক বাড়ি পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আধিকারিকরা কলকাতা পুরসভায় এর রিপোর্ট জমা দেবেন।

আরও পড়ুন-তুঘলকি আচরণ কমিশনের! ২৪ ঘণ্টার মধ্যে নিযুক্ত সহায়কে সরিয়ে ডিজিপি করা হল সঞ্জয় মুখোপাধ্যায়কে

রবিবার রাতে গার্ডেনরিচে বেআইনি বহুতল ভেঙে পড়ার পরে অভিযোগ উঠেছিল আশেপাশের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি বাড়ি প্রোমোটার পুরোপুরি আংশিক বেআইনিভাবে নির্মাণ করেছিলেন। এরকম ৬টি বাড়ি চিহ্নিত করা হয়েছে যেগুলো বিপর্যয়ের পর ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার রাতে ওই ৬টি বাড়িতে নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা। সেগুলি পরীক্ষা করার কাজ শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে ৫ তলার একটি বাড়ি বিপর্যয়ের পরে একদিকে হেলে পড়েছে। আগামী ২১ মার্চ শুনানি করবে কলকাতা পুরসভা। তারপরে বাড়িগুলি ভাঙা হবে না রাখা হবে সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, গার্ডেনরিচে বেআইনি নির্মাণ ভেঙে পড়ার ঘটনায় কড়া পদক্ষেপ করেছে কলকাতা পুরসভা। ১৫ নম্বর বরো এবং ১৩৪ নম্বর ওয়ার্ডের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে শো-কজ করা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে তাঁদের কাছে জবাব চেয়ে পাঠানো হয়েছে।

Latest article