গোয়ায় ৭৬.৭৫%

রাজ্যের শাসক দল বিজেপিকে এবার কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলে দিয়েছে গোয়ায় সদ্য পা রাখা তৃণমূল কংগ্রেস।

Must read

প্রতিবেদন : কয়েকটি জায়গায় বিজেপি কর্মীদের হুমকি সত্ত্বেও মোটের উপর নির্বিঘ্নেই মিটল একদফার গোয়া বিধানসভা নির্বাচন। সোমবার রাজ্যের ৪০টি আসনে ভোটগ্রহণ করা হয়। সন্ধে ৬টা পর্যন্ত ভোট পড়েছে ৭৬.৭৫ শতাংশ। করোনা বিধি মেনে সোমবার সকালে ভোট শুরুর পর কয়েকটি জায়গায় ইভিএমে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

আরও পড়ুন-সাম্প্রদায়িক সম্প্রীতির বিরল নজির ভূস্বর্গে

সেজন্য কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ থাকে। খবর পেয়ে কমিশনের তরফে ত্রুটিযুক্ত ইভিএমগুলি বদলে দেওয়া হয়। কয়েকটি জায়গা থেকে বিজেপির বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানো ও হুমকি দেওয়ার অভিযোগ করেছে বিরোধীরা।
গোয়ার ৪০টি আসনে মোট প্রার্থী ছিলেন ৩০১ জন। রাজ্যের শাসক দল বিজেপিকে এবার কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলে দিয়েছে গোয়ায় সদ্য পা রাখা তৃণমূল কংগ্রেস।

Latest article