সংবাদদাতা, কোচবিহার : দুর্নীতি মামলায় বিরোধী দলনেতার গ্রেফতারির দাবিতে পথে নামল তৃণমূল কংগ্রেস। সোমবার বিধানসভার (West Bengal Legislative Assembly) বিরোধী দলনেতার (BJP- Suvendu Adhikari) কনভয়কে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেন সাধারণ মানুষও। বিকেলে কোচবিহার শহরে ঢোকার রাস্তায় খাগড়াবাড়ি চৌপথিতে টায়ার জ্বালিয়ে রাজ্যের বিরোধী দলনেতার গ্রেফতারের দাবিতে গর্জে ওঠেন তৃণমূল কংগ্রেস কর্মীরা।
আরও পড়ুন: রাজ্যে একুশে জুলাইয়ের সভায় যোগদানের প্রস্তুতি
শুভেন্দু অধিকারীর (BJP- Suvendu Adhikari) গ্রেফতারের দাবিতে জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রতিবাদে শামিল হন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। এদিন কোচবিহার শহরের স্টেশন চৌপথি, দিনহাটা, ভেটাগুড়ি, খোল্টা, খাগড়াবাড়ি, মাথাভাঙা, নিশিগঞ্জ, সাতমাইল, ভেটাগুড়ি, জোড়াই, বক্সিরহাট, তুফানগঞ্জ সহ জেলার মোট ২০ জায়গায় শুভেন্দু অধিকারীর গ্রেফতারের দাবিতে কালো পতাকা হাতে, কোথাও শুভেন্দু অধিকারী কুশপুতুল দাহ করে, প্রতিবাদ মিছিল করে আবার কোথাও জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে শামিল হন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, ‘‘এটা বাংলা, এদের এই চক্রান্ত বাংলায় সফল হবে না। বিভিন্ন দুর্নীতি কাণ্ডে জড়িত শুভেন্দু অধিকারী। তাই চোরের মায়ের বড় গলা। শুভেন্দু অধিকারীকে অবিলম্বে কেন্দ্রীয় সংস্থার গ্রেফতার করা উচিত।” কোচবিহার জেলায় ২০টি জায়গায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিরোধী দলনেতার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখানো হয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ারে ও তৃণমূল ছাত্র পরিষদের তরফে বিরোধী দল নেতার বিরুদ্ধে দেওয়া হয় স্মারকলিপি।
আরও পড়ুন: বিজেপি-আশ্রিত অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চেয়ে মহামিছিল