শাহরুখের উপহার, আজ চণ্ডীগড় যাত্রা কেকেআরের, চাপমুক্ত থাকতে চান নীতীশ

আজ বুধবার দুপুরে আইপিএল অভিযান শুরু করতে চণ্ডীগড় রওনা হচ্ছে কেকেআর। শনিবার এপ্রিল পয়লায় মোহালিতে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে তারা।

Must read

প্রতিবেদন : নতুন মরশুম, নতুন কোচ এবং নতুন অধিনায়ক। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সে কতটা নতুনত্ব দেখা যাবে, তা সময়ই বলবে। আজ বুধবার দুপুরে আইপিএল অভিযান শুরু করতে চণ্ডীগড় রওনা হচ্ছে কেকেআর। শনিবার এপ্রিল পয়লায় মোহালিতে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে তারা। সাফল্য কামনায় কালীঘাট মন্দিরে পুজো দিলেন নাইট অধিনায়ক নীতীশ রানা ও কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। মঙ্গলবার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে অপশনাল প্র্যাকটিসে যাওয়ার আগে টিম হোটেলে সাংবাদিক সম্মেলন করেন নাইট অধিনায়ক এবং কোচ। দলের ভারতীয় কোচ-অধিনায়ক জুটি বুঝিয়ে দিলেন, তাঁরা নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।

আরও পড়ুন-বিরাটকে প্রথম দেখে অহঙ্কারী মনে হয়েছিল, অকপট ডিভিলিয়ার্স

নেতৃত্ব তাঁর কাছে বোঝা হয়ে দাঁড়াবে না, শুরুতেই বুঝিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনুরাগী নীতীশ। বললেন, ‘‘আমি কাউকেই অনুসরণ করি না। নিজের মতো করে দলকে নেতৃত্ব দিতে চাই। কাউকে অনুসরণ করতে গেলে নিজস্বতা হারিয়ে ফেলব। আমি আমার মতো করে দলকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি গৌতম গম্ভীর, ইয়ন মর্গ্যান, দীনেশ কার্তিক, শ্রেয়স আইয়ারের নেতৃত্বে খেলেছি। দাদার (সৌরভ গঙ্গোপাধ্যায়) নেতৃত্বে খেলার সুযোগ না হলেও কারও অজানা নয়, দাদা ভারতীয় ক্রিকেটকে কোন জায়গায় পৌঁছে দিয়েছে। দাদার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তবে আমার নিজস্ব একটা ধরন আছে। একটু অপেক্ষা করুন, মাঠেই দেখতে পাবেন। তবে নেতৃত্ব আমার কাছে নতুন নয়। গত কয়েক বছর ধরে আমি লিডারশিপ গ্রুপে রয়েছি। এবার আমাকে অধিনায়ক করা হয়েছে বলে বাড়তি চাপ নেব, এমন নয়। তাতে নিজের খেলা নষ্ট হবে।’’ নাইটদের নতুন অধিনায়ক এটাও জানিয়ে দিলেন, শ্রেয়সকে চোটের কারণে পাওয়া না গেলেও কেকেআর দল হিসেবে বেশ ভাল জায়গায় রয়েছে।

আরও পড়ুন-সব অ-বিজেপি দলকে একজোট হওয়ার ডাক

কোচ পণ্ডিত জানিয়ে দিলেন, নীতীশকে অধিনায়ক করার সিদ্ধান্ত তাঁর একার নয়। দলের সবাই সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছেন। আশা করছেন, নীতীশ নিজের সেরাটা দেবেন। নাইট কোচ গুরুত্ব দিচ্ছেন ‘ইমপ্যাক্ট প্লেয়ার’-এর নিয়মকে। প্রথম ম্যাচ খেলতে যাওয়ার আগে নাইট কোচ বললেন, ‘‘চ্যালেঞ্জিং রুল। আমরা এটা নিয়ে ভাবনাচিন্তা করছি। কোচিং স্টাফ, অধিনায়ক সবাই মিলিতভাবে ম্যাচের দিন সিদ্ধান্ত নেব।’’ শাকিব আল হাসান ও লিটন দাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন পণ্ডিত। বলেছেন, ‘‘ওরা তো ক্রিকেটই খেলছে। এখানে এসে তো বাড়তি প্রস্তুতি নেওয়ার কিছু নেই।’’

আরও পড়ুন-পড়ুয়া, অধ্যাপক, আশ্রমিকদের বাদ দিয়ে সমাবর্তন, উপাচার্যর মোদিস্তুতিতে নিন্দার ঝড়

নীতীন মনে করছেন দলের অভিজ্ঞ ক্রিকেটাররা তাঁকে সাহায্য করবেন। তাতে নেতৃত্বের কাজটাও অনেক সহজ হয়ে যাবে। নাইট অধিনায়ক বলেছেন, ‘‘ঘরোয়া ক্রিকেট হোক বা আইপিএল—দিনের শেষে খেলাটা তো ক্রিকেট। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। আন্দ্রে রাসেল প্রায় চারশোর কাছাকাছি টি-২০ খেলেছে। সুনীল নারিনও তাই। এত অভিজ্ঞ ক্রিকেটাররা যখন দলে আছে তখন আমার চিন্তার কী?’’
এদিকে, নাইট ভক্তদের জন্য অভিনব উদ্যোগ কেকেআরের। সোশ্যাল মিডিয়ায় ‘ফাটাফাটি অ্যাপ’ নিয়ে হাজির দলের কর্ণধার শাহরুখ খান। এই অ্যাপ ব্যবহার করে পয়েন্ট অর্জনের মাধ্যমে কেকেআর-এর এক্সক্লুসিভ জার্সি পেতে পারেন সমর্থকরা। ভাগ্যবান সমর্থকরা ক্রিকেটারদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।

Latest article