বৃহস্পতিবার রাতে পুরীর (Puri) বিখ্যাত জগন্নাথ মন্দিরের প্রণামী বাক্স থেকে টাকা ও গয়না চুরি হয়ে গেল। শুক্রবার সকালে মন্দির কর্তৃপক্ষ এই বিষয়ে জানতে পারেন। প্রণামী বাক্সের তালা ভেঙে দুষ্কৃতীরা টাকা এবং গয়না লুট করেছে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত মন্দির কর্তৃপক্ষের তরফে থানায় কোন অভিযোগ জানানো হয়নি। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন-মধ্যপ্রদেশে জঙ্গলে টেনে নাবালিকাকে গণধর্ষণ, টুইটবার্তায় নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস
মন্দির সূত্রে খবর, মন্দিরের দক্ষিণ দরজার কাছে ভীম মূর্তির নীচে প্রণামী বাক্সটি রাখা হয়েছিল। লোহার রড দিয়ে সেটি ভাঙা হয়েছে বলে মনে করা হচ্ছে। জগন্নাথ টেম্পল পুলিশ (জেটিপি) মন্দির চত্বরের ভিতরে নৃসিংহ মন্দিরের পিছনের দিক থেকে খালি বাক্সটি উদ্ধার করেছে। শুক্রবার সকালে প্রণামী বাক্সটি ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন সেখানের সেবায়েতরা। জগন্নাথ টেম্পল পুলিশ মন্দির কর্তৃপক্ষের হাতে বাক্সটি তুলে দিয়েছে।
আরও পড়ুন-৩০০ কোটি বিনিয়োগ, বিশাল ইথানল কারখানা এবার বাংলায়, লাভবান হতে চলেছে ১০,০০০ কৃষক
মন্দিরের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তবে কত টাকা বা গয়না চুরি হয়েছে সেই নিয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে পরিমান নেহাত কম নয় সেই বিষয়ে নিশ্চিত কারণ প্রতিদিন বহু পুণ্যার্থী মন্দিরে আসে ও প্রণামী দেন।
আরও পড়ুন-তৃণমূলের জয়ী পঞ্চায়েত সদস্যকে গুলি, কুপিয়ে খুন
প্রসঙ্গত, কিছুদিন আগে পুরীর জগন্নাথ মন্দির অনলাইনে দর্শন করানোর নামে একটি প্রতারণা চক্র বেশ সক্রিয় হয়ে উঠেছিল। বিষয়টি জানতে পেরে জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের তরফে থানায় অভিযোগ জানানো হয়। মন্দির কর্তৃপক্ষের তরফে একটি বিবৃতি জারি করে এই মর্মে জানানো হয়, ‘কোনওভাবেই অনলাইনে দর্শনের জন্য অর্থ দান করবেন না। সে ক্ষেত্রে অনলাইনে পুজো কিংবা জগন্নাথ দেবের দর্শনের সুযোগ বিনামূল্যে পাবেন ভক্তরা।’