জেএনইউ চত্বরে ধরনা দিলেই দিতে হবে ২০ হাজার টাকা জরিমানা

এ ছাড়া ছাত্ররা যদি ক্যাম্পাস চত্বরে মারামারি বা হিংসার ঘটনায় জড়িয়ে পড়ে তাহলে সিসিটিভির ফুটেজ দেখে তাদের চিহ্নিত করা হবে।

Must read

প্রতিবেদন : ক্যাম্পাসের পরিবেশ ঠিক রাখার নাম করে ছাত্রদের প্রতিবাদ আন্দোলনের কণ্ঠরোধ করতে নতুন শৃঙ্খলাবিধি জারি করল দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়। জেএনইউ কর্তৃপক্ষ তাদের নতুন নির্দেশিকায় জানিয়েছে, ছুতোনাতায় যখন তখন ক্যাম্পাসে ধরনা দিলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। ধরনায় যোগ দিলে ছাত্রদের মাথাপিছু ২০ হাজার টাকা করে জরিমানা দিতে হবে।

আরও পড়ুন-হাথরস গণধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত মাত্র ১, মু​ক্তি পেল​ ৩

এ ছাড়া ছাত্ররা যদি ক্যাম্পাস চত্বরে মারামারি বা হিংসার ঘটনায় জড়িয়ে পড়ে তাহলে সিসিটিভির ফুটেজ দেখে তাদের চিহ্নিত করা হবে। যারা দাঙ্গা বা হিংসার ঘটনায় জড়িত থাকবে তাদের বরখাস্ত করবে বিশ্ববিদ্যালয়। অন্যথায় অভিযুক্তদের ৩০ হাজার টাকা করে জরিমানা দিতে হবে। যথারীতি বাম ছাত্র সংগঠনগুলি জেএনইউ-র এই নির্দেশিকাকে ছাত্র আন্দোলন দমনের কৌশল বলে বর্ণনা করেছে। তারা বলেছে, ছাত্র আন্দোলনকে ভয় পাচ্ছে জেএনইউ কর্তৃপক্ষ। সে কারণে এই তুঘলকি ফরমান। তারা এই নির্দেশের বিরুদ্ধে আন্দোলনে নামবে।

আরও পড়ুন-সবচেয়ে ধনী দল বিজেপি

বাম ছাত্র সংগঠনগুলি এই নির্দেশকে ফ্যাসিস্ট বলে তোপ দেগেছে। তাদের দাবি, জরুরি অবস্থার সময়ও জেএনইউ-এর ছাত্রদের দমানো যায়নি, আগামী দিনেও যাবে না। দিল্লির এই বিশ্ববিদ্যালয় গত কয়েক বছর ধরেই একাধিক সংঘাতের সাক্ষী থেকেছে। মারামারি থেকে রক্তারক্তি সবই হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর বিবিসির তথ্যচিত্র ‘ইন্ডিয়া : দ্য মোদি কোশ্চেন’ প্রদর্শনী নিয়েও উত্তপ্ত হয়ে উঠেছিল জেএনইউ চত্বর।

Latest article