মুখোমুখি মারুতি ভ্যান ও ইট বোঝাই ট্রাক্টর, নিজের গাড়িতে হাসপাতালে পাঠালেন মন্ত্রী

মন্ত্রী তার নিজের পাইলট ভ্যানে করে আহতদের সিঙ্গুর ট্রমা কেয়ার হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। মন্ত্রীর এই মানবিক মুখ দেখে প্রশংসা করেন এলাকার মানুষ

Must read

তারকেশ্বর (Tarakeshwar) নচিপুরের বাসিন্দা তরুণ কুমার হাজরা, গীতশ্রী কুন্ড ও তারকেশ্বর পদ্মপুকুর এর বাসিন্দা জ্ঞান রঞ্জন তাঁ চন্দননগরে আত্মীয়র বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার সম্মুখীন হন। হরিপাল থানা এলাকায় নালিকুল পোস্ট অফিস মোড়ে তাদের মারুতি ভ্যানে একটি ইট বোঝাই ট্রাক্টর এর পিছনে দুটি চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে।

আরও পড়ুন-লাদাখে যাত্রীবাহী বাসে জঙ্গি হামলা, মৃত ৯

মারুতি চালকসহ দুর্ঘটনার কবলে পড়ে চারজন। সেই সময় সেই রাস্তা দিয়ে মন্ত্রী বেচারাম মান্না ও হরিপালের বিধায়ক ডাঃ করবী মান্না হরিপালের এক অনুষ্ঠান বাড়িতে যাচ্ছিলেন। দুর্ঘটনা দেখে পাইলট কার সহ নিজের গাড়ি দাঁড় করিয়ে দেন মন্ত্রী বেচারাম মান্না। তৎক্ষণাৎ গ্রামবাসীদের সঙ্গে নিয়ে মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক ডাক্তার করবী মান্না মারুতি ভ্যানটির দরজা ভেঙে আহতদের উদ্ধার করেন। শুধু তাই নয়, মন্ত্রী তার নিজের পাইলট ভ্যানে করে আহতদের সিঙ্গুর ট্রমা কেয়ার হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। মন্ত্রীর এই মানবিক মুখ দেখে প্রশংসা করেন এলাকার মানুষ।

 

 

Latest article