ছোট হলেও চাঁদের হাট বসল নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজো সমিতিতে

Must read

মুম্বইয়ের এর মধ্যেই বেশ সুনাম অর্জন করেছে নর্থ বোম্বে সর্বজনীন দুর্গাপুজো সমিতির পুজো। পুজোর কয়েকটা দিন একেবারে চাঁদের হাট। মুখার্জি পরিবারের সদস্যরা তো আছেনই। বলিউড-টলিউড ডাকসাইটে অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, সুরকার, গায়ক-গায়িকারা এই সময়ে উপস্থিত থাকেন এই পুজোতে। করোনাকালে গত দুবছর পরিস্থিতিটা একটু অন্যরকম। গতবছর নমো নমো করে পুজো করতে হয়েছিল। এবার তও একটু ভাল। তবে পুজো হচ্ছে সদস্যদের মধ্যে। গতবছর পুজোতে আসতে পারেননি কাজল । এবার এসে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। গিয়েছিলেন রানি মুখোপাধ্যায় । সর্বাণী মুখোপাধ্যায়কে বেশিরভাগ সময় মণ্ডপে দেখা গিয়েছে। ছিলেন দেবু মুখোপাধ্যায়, নবনীত নারায়ণ, সুপ্রতিম সরকার। এসেছিলেন কাজলের বোন তানিশা। এসেছিলেন মুখার্জিবাড়ি জামাই আশুতোষ গোয়ারিকর।

আরও পড়ুন-সোশ্যাল মিডিয়ায় মহানবমীর শুভেচ্ছা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

এই পুজোতে ছিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। বাপ্পি লাহিড়ীর পুত্র বাপ্পা লাহিড়ী। তাঁর গানের অনুষ্ঠান ছিল সন্ধেয়। ছিল বিখ্যাত শিল্পী-পরিচালক-সমাজসেবী সোমু মিত্রর সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রায় 25 বছর ধরে তিনি এই পুজোর সঙ্গে যুক্ত। কুমার শানুর ছেলে জানের অনুষ্ঠান ছিল।

অরবিন্দর সিং, সুনীল পল, সম্রাট মুখোপাধ্যায়, নন্দিতা পুরী, রূপালি গঙ্গোপাধ্যায়- সবাই বিভিন্ন সময় হাজির হন এই দুর্গাপুজোর মণ্ডপে। মহাষ্টমীর সন্ধেয় হাজির হন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। নিজের ছবির গান শোনান ঋতুপর্ণা। এক ঝাঁক উঠতি শিল্পী অনুষ্ঠান করেন।

করোনা বিধি মেনে মুম্বইয়ে এবার বেশিরভাগ পুজো হচ্ছে শুধু ক্লাব সদস্যদের উপস্থিতিতেই। শুধুমাত্র কোভিড টিকার দুটি ডোজ পেয়েছেন যাঁরা, তাঁদেরই প্রবেশের অনুমতি রয়েছে। এই বছর নর্থ বোম্বে সর্বজনীন দুর্গাপুজো সমিতির প্রতিমার আকারও ছোট। মুকুট-সহ এবারের প্রতিমার দৈর্ঘ্য ৬ ফুট এবং প্রস্থ ৪ ফুট। এই পুজোতে দুপুরে হাজার মানুষকে ভোগ খাওয়ানোর রীতি রয়েছে। তবে গত দু’বছর কোভিড পরিস্থিতিতে সেই পর্ব বাদ দিতে হয়েছে। এখন শুধু সদস্যরাই নিজেদের মধ্যে পুজোর আনন্দ ভাগ করে নেন।

Latest article