নিষ্ঠুর জমিদারদের মতো আচরণ করছে বিজেপি, নন্দীগ্রামে ভাঙা হল সহায়তা শিবির

Must read

প্রতিবেদন : বিজেপি বাংলার গরিব মানুষকে শান্তিতে থাকতে দিতে চায় না। বাংলার মানুষের সঙ্গে বঞ্চনা চালিয়ে যেতে চাইছে তারা। তাই একশো দিনের কাজের শ্রমিকদের সাহায্যার্থে চালু হওয়া সহায়তা শিবিরেও হামলা চালাতে কসুর করল না বিজেপি। বিজেপি নেতাদের এই জমিদারি মানসিকতাকে এবার একহাত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন— দিল্লির জমিদাররা এবং তাদের একাংশ বাংলার মানুষকে চিরকালের বঞ্চনার মধ্যে আটকে রাখতে অনড়। এই জমিদারদের ১০ বছরের ক্রমাগত অন্যায়, যন্ত্রণার জবাব দিতে তাদের পাঠ শেখানোর সময় এসেছে এবার।
এদিন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম-১ (Nandigram) ব্লকের গোকুলনগর-৬ গ্রাম পঞ্চায়েতের সহায়তা কেন্দ্রে নৃশংস হামলা চালায় বিজেপির গুন্ডাবাহিনী! সহায়তা কেন্দ্র ভেঙে দেওয়া হয়। বিজেপির গুন্ডাবাহিনীর হাতে লাঞ্ছিত হলেন এক মহিলা। বাংলার শ্রমিককে ভাতে মারতে না পেরে এখন উন্মাদ হয়ে গিয়েছে বিজেপি, এই হামলা তার প্রমাণ। এই হামলাকারীদের দিল্লিতে বসে থাকা প্রভুরাই কি না মুখে নারীশক্তির বুলি আওড়ায়, ছিঃ! এই ঘটনায় নিন্দায় মুখর হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বিজেপি শুধু হৃদয়হীনভাবে বাংলার ২৪.৫০ লক্ষ মনরেগা শ্রমিকের মজুরি আটকিয়েই ক্ষান্ত নয়, তারা এখন বঞ্চিত শ্রমিকদের মজুরি বিতরণের উদ্যোগকেও বাধা দেওয়ার চেষ্টা করছে। নিষ্ঠুর জমিদারদের মতো আচরণ করছে বিজেপির নেতারা।

আরও পড়ুন- স্বাধিকার ভঙ্গের মামলা স্থগিত হল সুপ্রিম কোর্টে

Latest article