বিধায়ক-প্রতি ২৫ কোটি! আপ ভাঙতে দর বিজেপির

Must read

প্রতিবেদন : বিধায়ক কিনতে ২৫ কোটি! দর দিয়েছে বিজেপি (AAP-BJP)। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে শনিবার এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। কেজরির অভিযোগ, দিল্লির সরকার ফেলতে ষড়যন্ত্র করছে বিজেপি। দল ভাঙাতে আম আদমি পার্টির সাত বিধায়ককের প্রত্যেককে ২৫ কোটি টাকা দেওয়ার টোপ দেওয়া হয়েছে। কয়েকশো কোটি টাকা নিয়ে ঘোড়া কেনাবেচায় নেমেছে গেরুয়া শিবির। এদিন সকালে নিজের এক্স হ্যান্ডলে এই বিস্ফোরক অভিযোগ আনেন আপ প্রধান। তারপরই শোরগোল পড়ে গিয়েছে দেশের রাজনৈতিক মহলে। কেজরি লিখেছেন, বিজেপি আম আদমি পার্টির ৭ বিধায়ককে কিনে নেওয়ার চেষ্টা করছে। প্রত্যেক বিধায়ককে ২৫ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। আপের (AAP-BJP) অন্যান্য বিধায়কের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করছে বিজেপি। তাঁদের কয়েকজনকে হুমকিও দেওয়া হচ্ছে। আবগারি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতারির ভয় দেখানো হচ্ছে। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি আরও লিখেছেন, আমাদের ৭ বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছিল ওঁরা।
বলেছে, কয়েকদিনের মধ্যেই মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হবে। এরপরই বিধায়কদের দল ভাঙানো হবে। ২১ জন বিধায়কের সঙ্গে কথা হয়েছে। বাকিদের সঙ্গেও কথা চলছে। শীঘ্রই আপ-এর সরকার ফেলে দেওয়া হবে। আপনারাও বিজেপিতে চলে আসতে পারেন। ২৫ কোটি টাকা করে দেওয়া হবে। বিজেপির টিকিটে নির্বাচনে লড়ারও সুযোগ পাবেন। ২১ জন বিধায়কের সঙ্গে যোগাযোগ করা হলেও কেজরির দাবি, এখনও পর্যন্ত ৭ জন বিধায়ককে সরাসরি টাকার বিনিময়ে দলবদলের প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু সকলেই সেই প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দিয়েছেন। এই অভিযোগ সামনে আসতেই বিজেপি কুৎসিত রূপটা আরও একবার সামনে চলে এল।

আরও পড়ুন- ছিঃ! দেশের লজ্জা, মিথ্যে গুজব ভুয়ো খবর প্রচারে বিশ্বসেরা মোদি সরকার

Latest article