ভোট মিটলেই ফের শুরু অভিষেকের নবজোয়ার

Must read

প্রতিবেদন : লোকসভা নির্বাচন শেষ হলেই ফের নবজোয়ার কর্মসূচি নিয়ে মাঠে নামবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee- Nabajowar)। শুক্রবার ধুপগুড়ির জনসভা থেকে জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, জুন মাসের শেষ দিকে আমি আবার জলপাইগুড়ি আসব এবং এখান থেকেই শুরু করব নবজোয়ার কর্মসূচি (পার্ট ২)। ধূপগুড়ির নির্মলচন্দ্র রায় উপনির্বাচনে জিতে বিধায়ক হয়েছেন। অভিষেক বলেন, তিনি সাংসদ হবেন ফলে জেলার অনেক মানুষই আমাকে চিঠি লিখেছেন, জানিয়েছেন যে তিনি সাংসদ হলে আমরা একজন ভাল বিধায়ককে হারাব। তাই আমি আপনাদের মতামত নেব। নবজোয়ার কর্মসূচিতে যেমন ড্রপবক্স রেখেছিলাম এবারও রাখা থাকবে। আপনারা সেখানে আপনাদের মতামত জানাবেন। একটি ফোন নম্বর দিয়ে দেব। সেই নম্বরে ফোন করে আপনারা কাকে চান আপনাদের জেলায় বিধায়ক হিসেবে জানাতে পারবেন। এই পদ্ধতি জারি থাকবে।

আরও পড়ুন- টিপু সুলতানের ইতিহাস বদলাতে চেয়ে বিতর্কে বিজেপি প্রার্থী ওয়েনাড়

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিনব নবজোয়ার (Abhishek Banerjee- Nabajowar) কর্মসূচি গোটা বাংলা জুড়ে সাড়া ফেলে দিয়েছিল। চমকে দিয়েছিল বিরোধীদের। গোটা দেশে এরকম নজির আরেকটিও নেই যেখানে টানা ৬০ দিন রাস্তায় পড়ে আছেন কোনও নেতা। দিনের পর দিন রাস্তায় পড়ে থাকে মানুষের মতামত নিচ্ছেন। তাদের অভাব-অভিযোগ শুনছেন। সমস্যা বুঝছেন। প্রয়োজনমতো সমাধানও করছেন। বাংলার পাল্‌স বুঝতে সাহায্য করেছিল এই নবজোয়ার কর্মসূচি। লোকসভা নির্বাচন মিটে গেলে এবার তার দ্বিতীয় পর্ব শুরু হতে যাচ্ছে।

Latest article